‘লাল সিং চাড্ডা’র একটি দৃশ্য
‘লাল সিং চাড্ডা’র একটি দৃশ্য

‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক সাবেক ইংল্যান্ড স্পিনারের

‘দয়া করে ছবিটি বয়কট করবেন না’—নিজের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচারে আমির খান যেখানে গিয়েছেন, সেখানেই ঘুরেফিরে এই অনুরোধ করেছেন। যদিও তাঁর অনুরোধ খুব একটা কাজে আসেনি। ১১ আগস্ট ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে বয়কটের ডাক।

‘লাল সিং চাড্ডা’–বিরোধী এ আন্দোলনের কারণ কোনো অঞ্চলে রাজনৈতিক এবং আবার কোনো অঞ্চলে ধর্মীয়। বয়কটের সেই স্রোতেই গা ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মন্টি পানেসার (মধুসূদন সিং পানেসর)। আমির খানের ছবিটি টম হ্যাঙ্কসের হলিউডে নির্মিত জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’–এর বলিউড রিমেক।

ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার

পানেসারের দাবি, ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনী ও শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে।

ছবিটি বয়কটের ডাক দিয়ে টুইটারে মন্টি পানেসার লিখেছেন, ‘“ফরেস্ট গাম্প” একমাত্র মার্কিন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ, ভিয়েতনাম যুদ্ধের জন্য আমেরিকা প্রচুর পরিমাণে কম বুদ্ধিমত্তাসম্পন্ন লোকজনকে সেনাবাহিনীতে ঢুকিয়েছিল। কিন্তু “লাল সিং চাড্ডা” সিনেমার মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনী ও শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। অসম্মানজনক! লজ্জাজনক!’

শুধু বয়কটের ডাক দিয়েই থেমে থাকেননি সাবেক ইংল্যান্ড স্পিনার, ভারতীয় সশস্ত্র বাহিনীতে বীরত্বসূচক পদকপ্রাপ্ত শিখ সেনাদের তালিকাও দিয়েছেন তিনি।

মন্টি পানেসারের ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক আমির ভক্তরা অবশ্য ভালোভাবে নেননি। সামাজিক মাধ্যমেই ইংলিশ স্পিনারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

পানেসারের সঙ্গে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কোনো সম্পর্ক আছে কি না, এমন সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। অনেকেই আবার আগ বাড়িয়ে ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও হাসি-তামাশা করেছেন।
ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্টের পাশাপাশি ২৬টি ওয়ানডে খেলেছেন মন্টি পানেসার।