পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

‘পিসিবি খেলোয়াড়দের জন্য যা করে, অন্য কোনো বোর্ড তা করে না’

নিজের টাকায় টিকিট কেটে লন্ডনে গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা নিচ্ছেন শাহিন আফ্রিদি—দুই দিন আগে এমন একটি অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। দাবি করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাহিনের জন্য কিছুই করেনি।

এই মুহূর্তে পাকিস্তানের বোলিং আক্রমণে যিনি প্রধান অস্ত্র, তাঁর চিকিৎসায় বোর্ডের অবহেলার কথা শুনে যারপরনাই ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। শাহিনের জন্য বোর্ডকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের।

তবে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা শাহিনের চিকিৎসাবিষয়ক বিতর্ককে নিরর্থক মনে করছেন। তাঁর দাবি, শাহিনের চিকিৎসায় সম্ভাব্য সবই করছে পিসিবি, ‘অভিভাবক সংস্থা (পিসিবি) শাহিনকে চিকিৎসা করাবে না, এটা কেউ কীভাবে ভাবতে পারে? এটা অসম্ভব। পিসিবি তাঁকে নিজের ওপর ছেড়ে দেবে—এটা তো ভাবনারও বাইরে। এটা দুর্ভাগ্যজনক যে বিতর্ক উসকে এসব কথা বলা হয়।’

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থকের শাহিনের জন্য পিসিবির সব ব্যবস্থা নেওয়া উচিত, মন্তব্যের জবাবে এসব কথা বলেন রমিজ। বিশ্বকাপের সময় মোহাম্মদ রিজওয়ানকে চিকিৎসা করানো এবং এখন ফখর জামানকে  বোর্ডের খরচে চিকিৎসা নিতে লন্ডন পাঠানোর কথা উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান দাবি করেন, আর কোনো দেশের বোর্ড খেলোয়াড়দের জন্য এতটা করে না, ‘পিসিবির কাছে খেলোয়াড়রাই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। পিসিবি তার খেলোয়াড়দের জন্য যা করে, আর কোনো ক্রিকেট বোর্ড এতটা করে না। সেটা আন্তর্জাতিক বলুন আর ঘরোয়া ক্রিকেটই বলুন।’

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে পাওয়া হাঁটুর চোটের কারণে পাকিস্তানের নেদারল্যান্ডস সফর ও আরব আমিরাতে এশিয়া কাপ মিস করেছিলেন শাহিন আফ্রিদি। তবে দুই সফরেই দলের সঙ্গে রাখা হয়েছিল তাঁকে। একপর্যায়ে দুবাই থেকে লন্ডনে চলে যান তিনি। ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের একটি টিভি টক শোতে শহিদ আফ্রিদি বলেন, ‘সে নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তাঁর সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।’ শহিদ আফ্রিদির বক্তেব্যর পরিপ্রেক্ষিতে পিসিবি একটি বিবৃতি দিয়েছিল সেদিন। বলা হয়েছিল ‘শাহিনের চিকিৎসায় সবই করা হচ্ছে’।

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্ব কি ভালো করতে পারবে পাকিস্তান

শাহিনের চিকিৎসার পাশাপাশি পিসিবি চেয়ারম্যান কথা বলেছেন পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়েও। বাবর আজমের নেতৃত্বাধীন দলটির বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক ক্রিকেটাররা। রমিজের মতে সাফল্য–ব্যর্থতার নিয়ন্ত্রণ মাঠের ক্রিকেটে, ‘আমি বিশ্বাস করি ক্রিকেট ম্যাচ সাইডলাইন থেকে নিয়ন্ত্রণ করা যায় না, যেটা ফুটবলে হয়ে থাকে। আমি বলব মাঠে খেলোয়াড়রা যেন মাথা খাটিয়ে চলেন।’
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭টি টি–টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার করাচিতে।