টেস্টে ইংল্যান্ডের হয়ে যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের আভাসটা মধ্যাহ্ন বিরতির আগেই দিয়েছিল রেখেছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। বিরতি শেষে মাঠে ফিরেই এ দুজন রেকর্ডটা নিজেদের করে নিলেন। ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে পিটার মে ও কলিন কাউড্রের ৪১১ রানের জুটিতে ছাড়িয়ে মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে রুট–ব্রুকের জুটি ৪৫৪ রানে ভেঙেছে। মে–কাউড্রের মতো রুট–ব্রুকের জুটিটাও হয়েছে চতুর্থ উইকেটে। ৪৫৪ রানের এই জুটি এখন ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের ৪৪৯ রান, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে। এ ছাড়া দুজন গড়েছেন আরও এক গাদা রেকর্ড—