সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। ওই ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর ওমানের বিপক্ষে ১৩ রানে হাসারাঙ্গার শিকার ৫ উইকেট। আজও জিম্বাবুয়ের বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ব্যস, তাতেই দারুণ একটা কীর্তি গড়লেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট—এত দিন এই কীর্তি ছিল শুধু কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের। আজ সেখানে ভাগ বসালেন ২৫ বছর বয়সী হাসারাঙ্গাও।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ আইরিশদের বিপক্ষে আগে ব্যাট করে ৩২৫ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। তাড়া করতে নেমে হাসারাঙ্গার ঘূর্ণিতে আয়ারল্যান্ডের ইনিংস থামে ১৯২ রানেই। ১৩৩ রানের বিশাল জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
হাসারাঙ্গার ৩৩ বছর আগে টানা তিন ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ওয়াকার।
হাসারাঙ্গার ৩৩ বছর আগে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ওয়াকার। ১৯৯০ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন ওয়াকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ওয়াকার নিয়েছিলেন ১১ রানে ৫ উইকেট ও ১৬ রানে ৫ উইকেট। এর পাঁচ দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫২ রানে ৫ উইকেট শিকার করেন এই কিংবদন্তি ফাস্ট বোলার।