যশপ্রীত বুমরাকে উপহার তুলে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি
যশপ্রীত বুমরাকে উপহার তুলে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি

ভারতে পাকিস্তানের মতো কন্ডিশন আশা করছেন শাহিন আফ্রিদি

বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরের দিনই বিশ্বকাপ-অভিযান শুরু করবে পাকিস্তান। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এর আগে হায়দরাবাদেই নিউজিল্যান্ডের সঙ্গে আগামী শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের।

কিন্তু এখন পর্যন্ত ভারতের ভিসাই পাননি পাকিস্তান দলের সদস্যরা। সেসব নিয়ে অবশ্য ভাবছেন না শাহিন আফ্রিদি। পাকিস্তানের ফাস্ট বোলার উন্মুখ হয়ে আছেন আরেকটি বড় ইভেন্টে নিজেকে মেলে ধরার জন্য। বিশ্বকাপে দুর্দান্ত কিছু করে দেখাতে চান তিনি।

অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দল

তবে এবারের বিশ্বকাপ যেখানে হবে, সেই ভারতে খেলার অভিজ্ঞতা নেই আফ্রিদিদের। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী...পাকিস্তানের বিশ্বকাপ দলের সদস্যদের মধ্যে একমাত্র মোহাম্মদ নওয়াজেরই আছে ভারতে ভ্রমণের অভিজ্ঞতা।

ভারতে খেলার অভিজ্ঞতা না থাকলেও আফ্রিদি আশা করছেন, প্রতিবেশী দেশটিতে নিজের দেশের মতো খেলার কন্ডিশনই পাবেন। আইসিসির প্রকাশ করা এক ভিডিওতে ২৩ বছর বয়সী পাকিস্তানি ফাস্ট বোলার বলেছেন, ‘মোহাম্মদ নওয়াজ ছাড়া আমাদের এই দলের আর কেউ কখনো ভারতে যাইনি। আমরা ভারতে পাকিস্তান, শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাতের মতো কন্ডিশন আশা করছি।’

আফ্রিদি এরপর যোগ করেন, ‘আমরা আশা করছি, উইকেট একই রকম হবে। এটা ঠিক যে ভারতে আমাদের প্রথম সফর হবে। একটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। নিজেদের সেরা ক্রিকেট খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’

ভারত ক্রিকেট দল

১০ দলের বিশ্বকাপের প্রথম রাউন্ড হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রথম রাউন্ডে সব দলই সবার সঙ্গে খেলবে। তাই ভারত-পাকিস্তান ম্যাচও দেখা যাবে প্রথম রাউন্ডেই। ১৪ অক্টোবর সেই ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যে স্টেডিয়ামের আসনসংখ্যা ১ লাখ ৩২ হাজার।

ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে কথা না বলে পারলেন না আফ্রিদি, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ অনেক দিনের। আমরা প্রভাব ফেলতে চাই। ভারতের ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা নিজেদের ক্রিকেটটা উপভোগ করি। মাঠে বিষয়টি ভিন্ন। কিন্তু মাঠের বাইরে আমরা বন্ধুই। এটা আমরা বজায় রাখতে চেষ্টা করব।’