পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম। অথচ এই বাবরেরই কিনা ওয়ানডেতে সেঞ্চুরি নেই ২১ ইনিংস হলো। এ সময়ে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ৭৪ রানের। তবে ছন্দহীন এই বাবরও রেকর্ডের খাতায় নাম লেখাতে পারেন। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে যেমন হাশিম আমলার একটি রেকর্ডে ভাগ বসালেন। ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডের যৌথ মালিক এখন বাবরও।