‘উত্তাপ’, ‘উত্তেজনা’, ‘যুদ্ধ যুদ্ধ ভাব’—ভারত–পাকিস্তান ম্যাচের আবহকে এমন কত–না শব্দেই বর্ণনা করা হয়। অথচ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, নয়তো এশিয়া কাপ—প্রায় এক দশক ধরে এসব টুর্নামেন্ট ছাড়া দেখাই হচ্ছে না এই দুই দলের। নিয়মিত দেখা হয় না বলেই এসব টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষের আগ্রহও স্বাভাবিকভাবে থাকে বেশি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল গত ফেব্রুয়ারিতে। বিক্রি শেষ হয়েছিল মাত্র পাঁচ মিনিটের মধ্যেই। চাহিদার কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার হাজার দর্শকের দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯০ হাজারের বেশি মানুষ তাই থাকবেন মাঠে।
দুই দিন আগেই বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। পাল্টা পাকিস্তান হুমকি দিয়েছে, ভারতের মাটিতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে পারে তারা। মাঠের বাইরের এসব ঘটনা আগামী রোববার দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ বাড়িয়েছে আরও। তবে ভারত-পাকিস্তান ম্যাচের এই আকাশচুম্বী উত্তেজনার পারদে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। এমনটাই জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের পূর্বাভাসে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মেলবোর্নে রোববার সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। শুধু রোববার নয়, ম্যাচের আগের দুই দিন শুক্র ও শনিবারও মেলবোর্নে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনিতে অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মের শুরু, বেশ কয়েকটি অঞ্চলে হয়েছে বন্যাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া গ্রুপ পর্বের কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই। তাই ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, ফল আনতে গেলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ হতে হবে।
শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয়, সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও শঙ্কা আছে। মেলবোর্নের মতো ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সেখানেও।