পিঠের ব্যথায় ভুগছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় আছে।
সিলেটে আজ জাতীয় দলের অনুশীলনে শরীফুলকে দেখা যায়নি। জানা গেছে, চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে তিনি দলের সঙ্গে সিলেট না এসে গিয়েছেন ঢাকায়। সেখানে তাঁর স্ক্যান করানো হয়। স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি। আজ সন্ধ্যার ফ্লাইটে তাঁর সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
গত অক্টোবর থেকেই টানা খেলছেন শরীফুল। ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ড সফরেও সব ম্যাচ খেলেছেন। দুই সপ্তাহের বিশ্রামের পর বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেছেন। হোঁচট খেলেন প্রিয় সংস্করণ টেস্টের আগে এসে।
সিলেটে আজ বাংলাদেশ দলের অনুশীলনে ওপেনার জাকির হাসান বাঁ হাতের তর্জনিতে চোট পান। তাঁর সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি।
গত বছর শরীফুল ছিলেন টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার, ৮ ইনিংসে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। সব মিলিয়ে ৯ টেস্টে শরীফুলের শিকার ২০ উইকেট।