মুম্বাইকে ২৫৮ রানের লক্ষ্য দিয়ে ১০ রানে জিতেছে দিল্লি
মুম্বাইকে ২৫৮ রানের লক্ষ্য দিয়ে ১০ রানে জিতেছে দিল্লি

পাঞ্জাব হতে পারল না মুম্বাই

৪ ওভারে ৭১, ৩ ওভারে ৬৪ থেকে শেষ ওভারে ২৫ রান। উইকেট যতই রানপ্রসবা হোক না কেন, এমন সমীকরণ মেলানো কঠিন। তবে এবারের আইপিএলে ব্যাটসম্যানেরা এমন কঠিন সমীকরণ আগেও মিলিয়েছেন। আর বড় রান তাড়ার করার উদাহরণ তো মুম্বাই ইন্ডিয়ানসের সামনে তো ছিলই। গতকাল সর্বশেষ ম্যাচেই তো কলকাতার ২৬১ রান তাড়া করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে হেসেখেলে জিতেছে পাঞ্জাব। আজ মুম্বাই অরুণ জেটলি স্টেডিয়ামে সেটা পারেনি।

দিল্লির করা ২৫৭ রান তাড়া করতে নেমে তারা হেরেছে ১০ রানে। শেষ ওভারের প্রথম বলে তিলক বর্মা ৬৩ রানে রানআউট হলে মুম্বাইয়ের সব সম্ভাবনা শেষ হয়ে যায়।

আজ নায়ক হওয়ার বড় সুযোগ ছিল হার্দিক পান্ডিয়ার। দারুণ শুরুও করেছিলেন, তবে ইনিংসটা বড় করতে পারলেন না। মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর যেভাবে একের পর এক সমালোচনার মুখোমুখি হচ্ছেন, অবিশ্বাস্য কোনো ইনিংস খেলে দিল্লির করা ২৫৭ রান তাড়া করে দলকে জয় এনে দিতে পারলে হয়তো তা থেকে মুক্তিও পেতে পারতেন। পান্ডিয়া আজ আউট হয়েছেন ২৪ বলে ৪৬ রান করে।

২৪ বলে ৪৬ রান করেন পান্ডিয়া

দিল্লির দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে মুম্বাই শুরুতেই হারায় রোহিত শর্মাকে। ৮ বলে ৮ রান করে আউট সাবেক অধিনায়ক। দ্রুত রান তুলতে গিয়ে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় মুম্বাই, যদিও তারা তোলে ৬৫ রান। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে এদিন সূর্যকুমার করেন ১৩ বলে ২৬ রান। মুম্বাইকে ২৫৭ রানের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন মূলত তিলক ও টিম ডেভিড। দুজনে ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৭০ রানের জুটি গড়েন। তাতে মুম্বাই জয়ের সম্ভাবনাও অনেকটাই জাগিয়েছিল। ডেভিড ১৭ বলে ৩৭ রান করে আউট হন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে দিল্লি ক্যাপিটালস। আর এই ঝোড়ো শুরুর নেতৃত্বে ছিলেন সেই জেইক ফ্রেজার-ম্যাগার্ক। এর আগে গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন, যেটি ছিল আইপিএলে দ্রুততম। আজও ফিফটি করেছেন ১৫ বলে। আজ ১১ চার ও ৬ ছক্কায় ফ্রেজার-ম্যাগার্ক খেলেছেন ২৭ বলে ৮৪ রানের ইনিংস। ফ্রেজার–ম্যাগার্কের ইনিংসের একপর্যায়ে মনে হচ্ছিল ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন তিনি।

তবে শেষ পর্যন্ত পারেননি। ফ্রেজার–ম্যাগার্ক আউট হলে অভিষেক পোরেলের সঙ্গে ৪৬ বলে গড়া ১১৪ রানের জুটি ভাঙে ম্যাগার্কের। ওপেনিংয়ে সুযোগ পেয়ে পোরেল করেছেন ২৭ বলে ৩৬। এরপর শাই হোপের ১৭ বলে ৪১ আর ট্রিস্টান স্টাবসের ২৫ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে দিল্লি তোলে ২৫৭ রান। এত ঝড়ের ভিড়েও যশপ্রীত বুমরা নিজেকে ঠিকই সামলে রাখতে পেরেছেন। প্রথম ওভারে আজ ১৮ রান দেওয়া বুমরা পরের ৩ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান।

দশম ম্যাচে পঞ্চম জয় পওয়া দিল্লি আছে পয়েন্ট তালিকার পাঁচে। অন্যদিকে নবম ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মুম্বাই আছে নয়ে।