হ্যাটট্রিক শিরোপা!
টুর্নামেন্টটি যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, তবু টানা তিন সংস্করণে চ্যাম্পিয়ন হওয়া তো সহজ কিছু না। বাংলাদেশ নারী ক্রিকেট দল সে গৌরব অর্জন করেই আজ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে।
হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নিগার সুলতানার দলকে। পরশু আবু ধাবিতে ফাইনালে আয়ারল্যান্ডের মেয়েদের ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আসুন ছবির গল্পে দেখে নেই মেয়েদের দেশের মাটিতে নামার কিছু মুহূর্ত।
হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাংশ। সকাল ৯টায় বাংলাদেশের মাটিতে নারী দলকে বহনকারি বিমানটি অবতরণ করেবিমানবন্দর থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠার আগে সালমা-রুমানারাবিমানবন্দর থেকে বের হচ্ছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। পাশেই শিরোপানিজ নিজ জায়গায় ফেরার আগে ক্যামেরার সামনে মেয়েদের পোজ। বেশির ভাগের হাসিমুখই বলে দিচ্ছে বাছাইপর্বের অভিযান সফল হয়েছেবিমানবন্দরে সংবাদ সম্মেলনে নারী দলের অধিনায়ক নিগার সুলতানাশিরোপা ও ফুলের তোড়া হাতে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা