শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিন আজ। ছবিটি ২০২০ সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের
শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিন আজ। ছবিটি ২০২০ সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের

৫০–এ টেন্ডুলকার, টেন্ডুলকারের ৫০

ক্রিকেট ক্যারিয়ারে ‘৫০’–এর দেখা কম পাননি শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আজ জীবনের খাতাতেও ৫০ পুরো করছেন। আজ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের ৫০তম জন্মদিন। টেন্ডুলকারের ভাষায় এটাই তাঁর ‘মন্থরতম’ ফিফটি। টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘৫০’ সংখ্যাটার কী প্রভাব, সেটিই খুঁজে বের করার এই চেষ্টা।
টেন্ডুলকার ও ‘৫০’

• আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান। ২০০০ সালে নাগপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে টেন্ডুলকার যখন ৫০ ছুঁলেন, তখন যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস ও ডেসমন্ড হেইন্সের ৩৫টি করে সেঞ্চুরি।
• আন্তর্জাতিক ক্রিকেটের একটি সংস্করণে ৫০টির বেশি সেঞ্চুরি পাওয়া একমাত্র খেলোয়াড়। ২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০তম টেস্ট সেঞ্চুরি পাওয়া টেন্ডুলকারের এই সংস্করণে সেঞ্চুরি ৫১টি।
• আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ২৬৪ বার ৫০ ছুঁয়েছেন টেন্ডুলকার। ২১৭টি ‘৫০’ নিয়ে দুইয়ে রিকি পন্টিং।
• টেস্টে টেন্ডুলকারের রেকর্ড ১১৯ বার ৫০ পেরিয়েছে। দুইয়ে জ্যাক ক্যালিস (১০৩)।
• ওয়ানডেতেও ‘৫০’ করার রেকর্ড টেন্ডুলকারের—১৪৫ বার। দুইয়ে কুমার সাঙ্গাকারা (১১৮)।
• টেস্টে টেন্ডুলকার মাত্র একবারই ঠিক ৫০ রান করেছেন, ১৯৯৩ সালে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে।
• ওয়ানডেতে দুবার ৫০ রানে আউট হয়েছেন টেন্ডুলকার। দুবারই ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৩ সালে ডারবানে ও ২০০৮ সালে কটকে।

শচীন টেন্ডুলকার

• টেস্টে টেন্ডুলকারের দুটি ৫০ বলের ইনিংস, যার একটি ২০০৭ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে।
• ওয়ানডেতেও টেন্ডুলকারের দুটি ৫০ বলের ইনিংস। ১৯৯৮ সালে শ্রীলঙ্কা ও ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।  
• টেস্টে একবার ঠিক ৫০ মিনিট ব্যাট করেছেন টেন্ডুলকার, ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
• টেস্টে টেন্ডুলকারের ৫০.০০ স্ট্রাইক রেটের ইনিংস আছে আটটি, ওয়ানডেতে সংখ্যাটি ১০।
• নয়টি দলের বিপক্ষে টেস্ট খেলেছেন টেন্ডুলকার। বাংলাদেশসহ ছয়টি দেশের বিপক্ষেই তাঁর ব্যাটিং গড় ৫০–এর বেশি। ওয়ানডেতে তিনটি দেশের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় ৫০–এর বেশি।
• ওয়ানডেতে ব্যাটিং উদ্বোধন করতে নেমে তাঁর ব্যাটিং গড় ৫০.৩১।
• ভারত টস হেরে প্রথমে ব্যাট করেছে, এমন টেস্টে টেন্ডুলকারের গড় ঠিক ৫০.০০।
• ওয়ানডেতে একবার বোলিংয়ে ঠিক ৫০ রান দিয়েছেন টেন্ডুলকার। ২০০৫ সালে কোচির সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন।

দুদিন আগেই জন্মদিনের কেক কেটেছেন শচীন টেন্ডুলকার

৫০তম ম্যাচে টেন্ডুলকার

• ১৯৯৭ সালে ক্যারিয়ারের ৫০তম টেস্টে ভারতের একমাত্র ইনিংসে ৮৮ রান করেন টেন্ডুলকার। পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ড্র হয়েছিল।
• ১৯৯৩ সালে ওয়ানডেতে ৫০তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২১৮ রান তাড়া করে ভারত হারে ৪৮ রানে।  
• আন্তর্জাতিক ক্রিকেটের ৫০তম ম্যাচটি টেন্ডুলকার খেলেন ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১১ রান করেন টেন্ডুলকার, ভারত হারে ১ রানে।

৫০তম ইনিংসে টেন্ডুলকার

• ১৯৯৪ সালে মোহালিতে টেস্ট ক্যারিয়ারের ৫০তম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রান করেন টেন্ডুলকার।
• ১৯৯৩ সালে গোয়ালিয়রে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রান করেন টেন্ডুলকার।