হংকংকে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেটে। ওমানের আল আমেরাতে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। এই লক্ষ্য আকবর আলীর দল ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই টপকে গেছে।
১৫১ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা যে খুব একটা ভালো হয়েছে, সেটা বলা যাবে না। দুই ওপেনার জিশান আলম ও পারভেজ হোসেন ৩২ রানের জুটি গড়লেও তা এসেছে ২৯ বলে। দুই ওপেনারের কেউই হাত খুলে খেলতে পারেননি। পারভেজ করেছেন ২৬ বলে ২৮, জিশান ১১ বলে ১১।
৩ নম্বরে উইকেটে আসা সাইফ হাসানও ফিরেছেন ৬ বলে ৫ রান করে। বাংলাদেশ মূলত ম্যাচ জিতেছে তাওহিদ হৃদয় ও আকবর আলীর ৩৪ বলে ৫৪ রানের জুটিতে। তাওহিদ ২২ বলে ২৯ রান করেছেন। অধিনায়ক আকবর ছিলেন আরও আক্রমণাত্মক। তিনি ২৪ বলে করেছেন ৪৫ রান। শেষ দিকে শামীম হোসেনের ১৫ বলে ১৯ রানে সহজ জয় পায় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের সেরা ছিলেন রিপন মণ্ডল। ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসারই। বাংলাদেশের জয়ে বৃথা গেছে হংকংয়ের বাবর হায়াতের ৮৫ রানের ইনিংস। ৭ ছক্কায় ৬১ বলে ৮৫ রান করেছেন এই ব্যাটসম্যান।
পেসার আবু হায়দার ৪ ওভারে বোলিং করে দিয়েছেন ৪৪ রান। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সবচেয়ে খরচে বোলিং।
টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশ হংকংয়ের পর খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ২০ অক্টোবর। আর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ অক্টোবর।