দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

হাথুরুসিংহের ফেরা নিয়ে যা বলছেন ক্রিকেটাররা

‘হাথুরুসিংহে নাকি ফিরছেন?’

জাতীয় দলের ক্রিকেটারদের এমন কৌতূহল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই। শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেটে ফেরা নিয়ে ক্রিকেটারদের প্রশ্নটায় ছিল ভয় মেশানো। বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকা অবস্থায় হাথুরুসিংহকে কড়া হেডমাস্টারের ভূমিকায়ই দেখা গেছে।

নতুন কয়েকজন ক্রিকেটার ছাড়া হাথুরুসিংহের সময়ের খেলোয়াড়দের মনে সে স্মৃতিটা এখনো তরতাজা। তাতে তাঁকে ফিরিয়ে আনাটা ভালো হলো নাকি খারাপ, সে প্রশ্ন ওঠেই। এক ক্রিকেটার তো সেদিন আগে মজা করে বলছিলেন, ‘হাথু (হাথুরুসিংহে) আসবে শুনে আজ একটু বেশিই দৌড়েছি। ফিটনেসটা আরও ভালো করতে হবে।’

২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়া হাথুরুসিংহে এবার বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি।

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের কাছেও তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনিও কিছু বলতে চাননি। জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য হাথুরুসিংহের ফেরার সমালোচনা করেছেন। জাতীয় দলের ড্রেসিংরুমে কাজ করে কতটা স্বস্তি পাবেন এই শ্রীলঙ্কান, সে প্রশ্ন তুলেছেন মাশরাফি।

যে কোচ আসছেন, তিনি তো আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি পরিচিত কোচ। নতুন কেউ নন। আশা করছি ভালো কিছুই হবে।
মোসাদ্দেক হোসেন
২০১৪ সালের ১০ জুন দায়িত্ব নিয়ে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে

জাতীয় দলের পেসার ইবাদত হোসেন জাতীয় দলে প্রথম সুযোগ পান হাথুরুসিংহের সময়ে। ড্রেসিংরুমে তিনি কেমন, সে অভিজ্ঞতাটা হয়েছে ইবাদতেরও। হাথুরুসিংহের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি মন্তব্য করতে চাইলেন না। পরে মুখে হাসি টেনে শুধু এটুকুই বললেন, ‘তাঁকে ওয়েলকাম (হাসি)।’

মোসাদ্দেক হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটাও হাথুরুসিংহের কোচিংয়ে। তিনি অবশ্য ভালো কিছুরই প্রত্যাশা করছেন, ‘আমাদের কাজটা হচ্ছে ভালো খেলার চেষ্টা করা। যে কোচ আসছেন, তিনি তো আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি পরিচিত কোচ। নতুন কেউ নন। আশা করছি ভালো কিছুই হবে।’

মোসাদ্দেকের মতো হাথুরুসিংহের ফেরাকে ইতিবাচকভাবেই দেখছেন মিরাজ, ‘আমার অভিষেকের সময় হাথুরুসিংহে কোচ ছিলেন। বাংলাদেশের সবকিছুই তিনি জানেন। প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তাঁর এই সমস্যা থাকবে না।’

এখনই বলার কিছু নেই। কোচের সঙ্গে কাজ করার পর মন্তব্য করা যাবে।’
অ্যালান ডোনাল্ড, বাংলাদেশের পেস বোলিং কোচ

নাম প্রকাশ না করার শর্তে আরেক ক্রিকেটার অবশ্য অন্য রকম ভবিষ্যদ্বাণী করলেন, ‘দুই রকম হতে পারে। ক্রিকেটার আর কোচের রসায়নটা ভালো হলে খুব ভালো ফল আসবে। সেটা আগেরবারের চেয়েও ভালো হতে পারে। এর উল্টোটাও হতে পারে।’ সবকিছুই নির্ভর করবে এবার হাথুরুসিংহে কোন রূপে ফিরছেন সেটার ওপর। সেই ক্রিকেটার আরও যোগ করেন, ‘তিনি হয়তো এর মধ্যে আরও অভিজ্ঞ হয়েছেন। তাঁর ম্যান ম্যানেজমেন্ট নিয়ে আগেরবার অনেক প্রশ্ন উঠেছিল। এবার হয়তো এ ক্ষেত্রে আরও ভালো হবে।’

শুধু ক্রিকেটার নয়, হাথুরুসিংহের ফেরাটাকে কোচিং স্টাফের বাকি সদস্যরা কিভাবে দেখছেন, সে প্রশ্নও উঠছে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে নতুন কোচের ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি রয়ে সয়ে উত্তর দিলেন, ‘এখনই বলার কিছু নেই। কোচের সঙ্গে কাজ করার পর মন্তব্য করা যাবে।’

বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে বিতর্কেও জড়িয়েছেন হাথুরুসিংহে

হাথুরুসিংহেরই স্বদেশী স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা কোচিং স্টাফের সদস্যদেরও। পরদিন ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্প। তার আগে ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করবেন নির্বাচকেরা।