সিলেট টেস্টে ছিল স্পিনারদের দাপট। চার ইনিংসে ৩২ উইকেট স্পিনারদের, ২টি রানআউট। পেসাররা ভাগে পেয়েছেন ৬টি উইকেট। স্পিনারদের ৩২ উইকেটের মধ্যে ১৪ টি নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনাররা। নিউজিল্যান্ডের পেসাররা নিয়েছেন ৪টি।
এরপরও সব মিলিয়ে সিলেট টেস্টে বোলারদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন নিউজিল্যান্ডের স্পিন বোলিং পরামর্শক সাকলায়েন মুশতাক। সিলেটে প্রথম টেস্টে বোলারদের মধ্যে আরও শৃঙ্খলা ও ধৈর্যের প্রয়োজন ছিল বলে মনে করছেন সাকলায়েন।
ম্যাচ শুরুর আগে ব্রডকাস্টিং চ্যানেলে সাকলায়েন বলেছেন, ‘সিলেটে বোলারদের আরও খানিকটা শৃঙ্খলা ও ধৈর্য প্রয়োজন ছিল। কিছু মুহূর্ত আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল।’
সিলেটে বাংলাদেশের স্পিনাররা ছিলেন দুর্দান্ত। নিউজিল্যান্ডের ২০ উইকেটর মধ্যে ১৮ টিই নিয়েছেন স্পিনাররা। সাকলায়েনের মুখেও শোনা গেছে বাংলাদেশের স্পিনারদের প্রশংসা। তাইজুল ইসলামদের কাছ থেকে নিউজিল্যান্ডের স্পিনারদের শেখার আছে বলছেন সাকলায়েন, ‘বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করতে হবে, তাদের মেজাজ ও সহজাত সামর্থ্য থেকে অনেক কিছু শেখার আছে। এখানে ওই একই কাজটাই করতে হবে।’
আজ মিরপুরে শুরু হওয়া টেস্টেও থাকবে স্পিনারদের দাপট। গতকাল সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টিম সাউদিও এই বাস্তবতা স্বীকার করেছেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাউদি বলেছিলেন, ‘এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশিত। প্রথম টেস্টে তা-ই হয়েছে। এখানেও তা-ই হওয়ার কথা।’
ম্যাচ শুরুর পরও দেখা গেছে সেই আভাস। ম্যাচের সাত ওভারের মধ্যেই দুই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের হাতে বল তুলে দিয়েছেন সাউদি। এই দুই স্পিনারের বিপক্ষে সাবলীল ক্রিকেট খেলতেও পারছে না বাংলাদেশের দুই ওপেনার। এরই মধ্যে স্যান্টনারের বলে আউট হয়েছেন ওপেনার জাকির হাসান ও প্যাটলের বলে ফিরেছেন মাহমুদুল হাসান।