ফটো ফিচার

ছবিতে ছবিতে বিজয় দিবস ক্রিকেট ম্যাচের বিভিন্ন মুহূর্ত

বরাবরের মতো এবারও বিসিবির উদ্যোগে আয়োজিত হয়েছে বিজয় দিবসের বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচ। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে ভাগ হয়ে এই ম্যাচে খেলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ম্যাচে জুয়েল একাদশ ৯ উইকেটে জিতলেও জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়েছে ক্রিকেটারদের বিজয় উদ্‌যাপন। ছবিতে ছবিতে ম্যাচের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হলো এখানে।
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন দুই দলের খেলোয়াড়রা
বিজয় দিবসের বিশেষ ক্রিকেট ম্যাচে টস করছেন দুই অধিনায়ক শহীদ মুশতাক একাদশের মিনহাজুল আবেদীন নান্নু ও শহীদ জুয়েল একাদশের খালেদ মাসুদ পাইলট
শুভ্র দাড়িতে এনামুল হক মনিকে চেনাটা একটু কঠিনই বৈকি। আজ খেলেছেন জুয়েল একাদশের হয়ে
অপরাজিত থেকে শহীদ জুয়েল একাদশকে ম্যাচ জিতিয়ে হাস্যোজ্জ্বল ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস
চিরপরিচিত বোলিং অ্যাকশনই বলে দিচ্ছে বোলারটি কে! বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচের একটি মুহূর্তে বল করছে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক
খেলা ছেড়েছেন সেই কবে! কিন্তু এখনো ব্যাটে-বলে সমান আলো ছড়াতে পারেন মোহাম্মদ রফিক। ব্যাটিংয়ে ৩৬ বলে ৫৮ করা রফিক এর আগে বল হাতে নেন ১৩ রান দিয়ে ২ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও
বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত হয়ে কথা বলছেন শহীদ জুয়েলের বোন। তাঁর সঙ্গে দেখা আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও
এক ফ্রেমে বিজয় দিবস ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করা দুই দলের খেলোয়াড়রা