মুম্বাইকে হারানোর পর কলকাতার উচ্ছ্বাস। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে
মুম্বাইকে হারানোর পর কলকাতার উচ্ছ্বাস। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে

আইপিএল

১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারিয়ে প্লে–অফের আরও কাছে কলকাতা

‘শেষবার কলকাতা যখন মুম্বাইকে ওয়াংখেড়েতে হারিয়েছিল, তখন আমি ওই ডাগআউটের অংশ ছিলাম। অনেক দিন হয়ে গেল। তবে হয়তো আজই হতে পারে সেই দিন’—আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কথাগুলো লিখেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক পরিচালক জয় ভট্টাচার্য।

শেষবার বলতে জয় বুঝিয়েছেন এক যুগ আগের কথা। সেই দিন বলতে মনে করিয়ে দিয়েছেন এক যুগ আগের ম্যাচটির কথা, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে তাদেরই ডেরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল কলকাতা। সেই ম্যাচ শেষে কলকাতার মালিক শাহরুখ খান নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ওয়াংখেড়েতে নিষিদ্ধ হয়েছিলেন।

জয় ভট্টাচার্যের অনুমানই সত্যি হলো। আজই সেই দিন, যেদিন মুম্বাইকে আবার ওয়াংখেড়েতে হারিয়ে দিল কলকাতা।

আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে অলআউট হয়েছিল কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই গুটিয়ে যায় ১৪৫ রানে। এ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান পাকাপোক্ত করে প্লে–অফ পর্বের কাছাকাছি পৌঁছে গেল শাহরুখ খানের দল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই রয়ে গেল নয়েই। আজকের হারে লিগ পর্ব থেকে মুম্বাইয়ের বিদায়ও একরকম নিশ্চিত হয়ে গেল।

ন্যূনতম ২০০ রানকে ‘ট্রেন্ড’ বানিয়ে ফেলা এবারের আইপিএল আজ একটু ভিন্নধর্মী ম্যাচ উপহার দিল। মৌসুমে এটিই প্রথম ম্যাচ, যেটিতে দুই দলকেই প্রথমবার অলআউট হতে দেখা গেল।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা নাইট রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৯ অলআউট

(ভেঙ্কটেশ ৭০, পান্ডে ৪২, রঘুবংশী ১৩; বুমরা ৩/১৮, তুসারা ৩/৪২, পান্ডিয়া ২/৪৪)

মুম্বাই ইন্ডিয়ানস: ১৮.৫ ওভারে ১৪৫ অলআউট

(সূর্যকুমার ৫৬, ডেভিড ২৪, কিষান ১৩; স্টার্ক ৪/৩৩, বরুণ ২/২২, নারাইন ২/২২, রাসেল ২/৩০)

ফল: কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে জয়ী।