ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল। কথা ছিল, তিনি কাজ করবেন বছরের শেষ পর্যন্ত। তবে বিশ্বকাপ শেষে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন মরকেল।
পিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরকেলের চাকরি ছাড়ার খবর জানিয়েছে। মরকেলের বিদায়ে কে হতে পারেন পাকিস্তানের নতুন বোলিং কোচ? পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের নতুন বোলিং কোচ হতে পারেন সাবেক পেসার উমর গুল। যদিও এই পেসার জানিয়েছেন, তাঁর সঙ্গে পিসিবি এখনো যোগাযোগ করেনি।
চলতি বছরের জুনে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন মরকেল। শুরুর দিকে পাকিস্তানের বোলিং আক্রমণ তাঁর অধীনে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপে ছিল ব্যর্থ। হারিস রউফ ১৪ উইকেট পেলেও এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন।
শাহিন শাহ আফ্রিদি ১৮ উইকেট নিয়েছেন। কিন্তু নতুন বলের বিশেষজ্ঞ এই পেসার এবার নতুন বলে তেমন কিছুই করতে পারেননি। ওয়াসিম জুনিয়র ও হাসান আলিরাও গড়পড়তা পারফরম্যান্স করেছেন। সব মিলিয়ে এই ব্যর্থতার ভার কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন ৩৯ বছর বয়সী কোচ মরকেল।
এই কোচের জায়গায় এখন গুলের নামটাই বেশি শোনা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার তাদের এক সূত্রের বরাতে জানিয়েছে, গুলই হতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পছন্দ। গুলের সঙ্গে যদিও এখনো যোগযোগ করেনি পিসিবি। পাকিস্তানের এই সাবেক পেসার সাংবাদিকদের বলেছেন, ‘পিসিবি আমাকে এখনো কোনো প্রস্তাব দেয়নি। পাকিস্তান দলের সঙ্গে আবারও কাজ করতে পারলে সেটা হবে সম্মানের।’
এর আগেও একবার পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন গুল। গত মার্চে আফগানিস্তান সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ৪২৭ উইকেট নিয়েছেন তিনি। জিতেছেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের পর পাকিস্তানের পরের সিরিজ আগামী মাসে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে পাকিস্তান। পার্থে প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি।