বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিন ম্যাচ ফাইনালের দাবি করেছেন। রোহিত মনে করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরের ফাইনাল এক ম্যাচের হওয়া উচিত নয়। রোহিতের এই দাবির জবাবে খোঁচা মেরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘অলিম্পিকে এক দৌড়েই সোনা জিততে হয়।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে কাল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘আমার কোনো সমস্যা নেই। ৫০ ম্যাচের সিরিজও হতে পারে। তবে অলিম্পিকে এক দৌড়েই কিন্তু সোনার পদক জিততে হয়। অস্ট্রেলিয়ান ফুটবল ও রাগবি প্রতিযোগিতারও ফাইনাল হয়। খেলা তো এটিই।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক মূলত নিজের মন্তব্যে রোহিতের দাবিকে অযৌক্তিক প্রমাণ করতে চেয়েছেন। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপও জিততে হয় একটি ফাইনাল খেলেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও কামিন্সের কাছে কম প্রতিযোগিতামূলক নয়, ‘ফাইনালে উঠতে পৃথিবীর সব জায়গায় জিততে হয়। এক চক্রে ২০টি টেস্ট ম্যাচ খেলতে হয়। আমরা এই ২০ টেস্টের মধ্যে তিন বা চারটি টেস্টে শুধু হেরেছি। আমাদের দলের খেলোয়াড়েরা পুরো প্রতিযোগিতায় চমৎকার খেলেছে। আমরা এই প্রতিযোগিতার চাপের সঙ্গে নিজেদের ভালোভাবে খাপ খাওয়াতে পেরেছি বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা খুবই তৃপ্তির।’
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হেরেছে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ম্যাচের সিরিজ আয়োজনের কথা বলেন। দুই বছর পরিশ্রমের পর মাত্র এক ম্যাচে সবকিছুর নিষ্পত্তি হওয়া রোহিত মেনে নিতে পারছেন না, ‘খুব ভালো হয় তিন ম্যাচের ফাইনাল হলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিন ম্যাচ আয়োজনের সময় পাওয়া যাবে কি না! এমন বড় মঞ্চে দুই দলের সমান সুযোগ পাওয়া উচিত। দুই বছর ধরে পরিশ্রমের পর একটা ম্যাচ হারলেই সব শেষ। পরেরবার এটি তিন ম্যাচের সিরিজ হোক।’
গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেবারও ফাইনালে হেরে একই কথা বলেছিলেন বিরাট কোহলি। তিনি বলেছিলেন, বিশ্বের সেরা টেস্ট দল একটি টেস্ট দিয়েই বেছে নেওয়া হবে, সেটি মানতে তিনি রাজি নন।