বাংলাদেশ ১: ৬ শ্রীলঙ্কা।
বাংলাদেশ–শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের স্কোরলাইন এটি। এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে সিরিজ জয় আছে বাংলাদেশের। কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সংখ্যা মাত্র একটি করে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে মোট সিরিজ হয়েছে ছয়টি। আর শ্রীলঙ্কার বিপক্ষে এই মুহূর্তেই চলছে দশম সিরিজ। আগের নয় সিরিজের দুই–তৃতীয়াংশই জিতেছে শ্রীলঙ্কা, বাকি তিনটির একটি বাংলাদেশ, দুটি ১–১ সমতা।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নাজমুল হোসেনের দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই ২০২১ সালের পর আবারও দ্বীপদেশটির বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশকে বড় আশা জোগাচ্ছে প্রথম ম্যাচের জয়। পেছনের ইতিহাস অন্তত তেমনটাই বলছে।
বাংলাদেশ–শ্রীলঙ্কার চলমান সিরিজটি বাংলাদেশের ৩ ওয়ানডের ৬৮তম দ্বিপক্ষীয় সিরিজ। আগের ৬৭টির মধ্যে বাংলাদেশের হার ৪২টিতে, যার বেশির ভাগই তিন ম্যাচের সিরিজ খেলতে শুরু করার প্রথম দেড় দশকের মধ্যে। বাকি ২৫ সিরিজের মধ্যে বাংলাদেশের জয় ২৩টিতে, ড্র ২টি।
এবারের আগে বাংলাদেশ তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতেছে ২১ বার। এর মধ্যে ১০ বার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও জিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করে ৩–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। বাকি ১১ বারের মধ্যে বাংলাদেশ সিরিজ জিততে পেরেছে আটবার, হেরেছে দুবার, একটি শেষ হয়েছে সমতায়।
যে দুবার প্রথম ওয়ানডে জিতেও সিরিজ হেরেছে বাংলাদেশ, সে দুটি ঘটনাও এক দশকের বেশি পুরোনো। প্রথমটি ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। কিন্তু দ্বিতীয়টিতে ৭৫ রান আর তৃতীয়টিতে ৭৯ রানে হেরে সিরিজ শেষ করতে হয় হার দিয়ে। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজেও ছিল একই চিত্র। বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের দল জেতে ১২১ রানের বড় ব্যবধানে। কিন্তু একই মাঠে হওয়া পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে জিতে যায় যথাক্রমে ৬ উইকেট ও ৭ উইকেটে।
বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা হচ্ছে গত এক দশকে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে জেতার পর বাংলাদেশ আর সিরিজ হারেনি। এ সময়ে হেরে যাওয়া প্রতিটি সিরিজেই প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। একটি সিরিজই শুধু জয় দিয়ে শুরুর পরও জিততে পারেনি বাংলাদেশ, আবার হারেওনি। সেটি ২০১৭ সালে, শ্রীলঙ্কার বিপক্ষেই। ডাম্বুলায় সিরিজের প্রথম ম্যাচেই ৯০ রানে জিতেছিল বাংলাদেশ। তবে পরেরটিতে বৃষ্টির কারণে ফল হয়নি। সিরিজের শেষ ম্যাচে জিতে সমতা এনেছিল শ্রীলঙ্কা। সেবার সিরিজ জয় হাতছাড়া হয়ে যাওয়ার পর দ্বীপদেশটির বিপক্ষে বাংলাদেশ প্রথম সিরিজ জেতে ২০২১ সালে। সেবার বাংলাদেশ সফরে আসা কুশল পেরেরার দলকে প্রথম দুই ওয়ানডেতে ৩৩ ও ১০৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় তামিম ইকবালের দল।
এবার দলে তামিম নেই। তবে তামিমের শহর চট্টগ্রামে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়!