হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথম ম্যাচে টসে জিতলে ফিল্ডিং নিতে চেয়েছিলেন নাজমুল, গতকাল সে আশা পূর্ণ হয়েছে তাঁর। টসে জিতে ফিল্ডিং নিয়ে যুক্তরাষ্ট্রকে অল্প রানে আটকেও দিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলেছে ১৪৪ রান।
বোলিংয়ে শুরুটা আঁটসাঁট হলেও প্রথম উইকেটের দেখা মেলে সপ্তম ওভারে। পাওয়ার প্লেতে ৪২ রান তোলা যুক্তরাষ্ট্র রিশাদ হোসেনের পরপর ২ বলে হারায় ২ উইকেট। ২৮ বলে ৩১ রান করা স্টিভেন টেলর ক্যাচ দেওয়ার পর এলবিডব্লু আন্দ্রিস হাউস। অ্যারন জোনস অবশ্য রিশাদকে হ্যাটট্রিক পেতে দেননি। তৃতীয় উইকেটে জোনস ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল গড়েন ৬০ রানের জুটি। ৩৪ বলে ৩৫ রান করা জোনসকে ফিরিয়ে সে জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। এরপর হারমিত সিংকেও ফেরান তিনি। ৪ ওভারে তিনি দিয়েছেন ৩১ রান।
শরীফুল ইসলাম ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। আর রিশাদ ২ উইকেট নিতে দিয়েছেন ২১ রান।
বেশ কিছুদিন ধরেই টপ অর্ডারের ব্যাটিং বাংলাদেশের বড় দুশ্চিন্তা। লিটন দাসের সাম্প্রতিক ফর্মেই যেন ফুটে ওঠে টপ অর্ডারের দুর্দশার চিত্রটা। সেই লিটন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবার বাদ পড়লেন। হিউস্টনে কাল তাঁর জায়গায় দলে ফেরানো হয় বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসানকে। বিশ্বকাপের আগে লিটনকে যেন আরেকটি বার্তাই দিল টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের সিরিজে টিকে থাকার লড়াইয়ে লিটন ছাড়াও বাদ পড়েন অফ স্পিনার মেহেদী হাসান। তানজিদের সঙ্গে ফেরেন পেসার তানজিম হাসান। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে চমকে দেওয়া যুক্তরাষ্ট্র দলে নোশতুশ কেনিজিগের জায়গায় দলে আসেন শ্যাডলি ফন স্কালকয়ক।
প্রথম ম্যাচে ১৫৩ রানের সম্বল নিয়ে বাংলাদেশ বোলাররা ঠিক সুবিধা করতে পারেননি। তবে ঘুরেফিরে এসেছে ব্যাটিং-ব্যর্থতার আলোচনাই। প্রথম ম্যাচে ১৫ বলে ১৪ রান করে জেসি সিংয়ের ভেতরের ঢোকা বলে এলবিডব্লু হন বেশ কিছুদিন ধরেই ফর্মের বাইরে থাকা লিটন। সর্বশেষ ৫ ইনিংসের কোনোটিতেই ১০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি এই ওপেনার। ওই ৫ ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেও বাদ পড়েছিলেন তিনি। এরপরও বিশ্বকাপ দলে তাঁর ওপর আস্থা রাখেন নির্বাচকেরা।
প্রথম ম্যাচে না খেলা তানজিদ অবশ্য রানের মধ্যেই আছেন। জিম্বাবুয়ের সঙ্গে অভিষেকেই ৪৭ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সে সিরিজে আরও একটি অর্ধশতকের দেখা পান।