বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দলে চমক বলতে জোনাথন ক্যাম্পবেল। দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন এখনো জিম্বাবুয়ের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে তিনে ব্যাট করেন। লেগ স্পিনটাও নিয়মিত করেন জোনাথন।
১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামকে। দলের বাকি সবাই গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন।
অভিষেকের অপেক্ষায় থাকা জোনাথন ক্যাম্পবেল ও দুই তরুণ খেলোয়াড় ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন। জিম্বাবুয়ে সোনা জেতে সেই গেমসে।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা শুরু হবে আগামী ৩ মে। ৩, ৫ ও ৭ মে সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। ঢাকায় শেষ দুই ম্যাচ ১০ ও ১২ মে।
এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য বাংলাদেশ কাল ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।