নিউজিল্যান্ডকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল
নিউজিল্যান্ডকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল

নিজেকে দর্শকও মনে হয়েছিল কামিন্সের

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ম্যাচে অস্ট্রেলিয়ার ৫ রানের জয়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন অধিনায়ক প্যাট কামিন্স।

আজ ধর্মশালায় প্রথমে ব্যাট করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তুলেছিল ৩৮৮ রান, যা প্রায় সফলভাবে তাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে ১৯ রান এবং শেষ ২ বলে ৭ রানের সমীকরণে জিমি নিশাম আউট হলে ৯ উইকেটে ৩৮৩ রানে থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেছেন, ‘অসাধারণ ম্যাচ ছিল। আমার তো কখনো কখনো নিজেকে মনে করাতে হয়েছে যে আমি মাঠে আছি। দর্শক নই। চমৎকার একটা ম্যাচ ছিল, যেভাবে ওরা আমাদের রানের দিকে ছুটছিল!’

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হেড–ওয়ার্নার

অস্ট্রেলিয়ার জয়ের ভিত তৈরি হয় ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের ১৭৫ রানের উদ্বোধনী জুটিতে। ৬৭ বলে ১০৯ রানে আউট হন হেড এবং ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮১ রান। তাঁদের জুটি নিয়ে কামিন্স বলেছেন, ‘ওপেনারদের ব্যাটিং আমার পছন্দ হয়েছে। বিশেষ করে ট্রাভিস, যে কিনা পাঁচ সপ্তাহ খেলার বাইরে ছিল। উইকেট ভালো ছিল। আমরাও সত্যিই ভালো বোলিং করেছি। কখনো কখনো একটু বেশিই বাইরে বল করেছি। (নিউজিল্যান্ডের) কিছু ভালো জুটি হয়েছে। যেটা নিয়ন্ত্রণে রাখা কঠিন ছিল।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলেরই এখন দুই হারের সঙ্গে চারটি জয়। যা তাদের সেমিফাইনালের পথে রেখেছে।