ফটো ফিচার

বিশ্বকাপের মঞ্চে বেসবলের আমেজ

নেপালের সমর্থকদের উল্লাস। গলফ কোর্সে রিকি পন্টিং–শন পোলকরা। ভারত–যুক্তরাষ্ট্রের পতাকার রঙে রাঙা দর্শক। যশপ্রীত বুমরার জার্সি বদল আর ক্রিকেট মাঠে বেসবল তারকা। বিশ্বকাপ ক্রিকেটের নানা মুহূর্তের ছবি।
মুখের অর্ধেকটায় ভারতের পতাকার রং মেখে এবং বাকি অর্ধেকটায় যুক্তরাষ্ট্রের পতাকার রং মেখে ম্যাচ উপভোগ করতে এসেছেন এক ক্রিকেটপ্রেমী। বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাস করা ভারতীয় তিনি
এ যেন দুই খেলার মিলন! আমেরিকান ফুটবল তারকা মিকা পার্সনসের সঙ্গে জার্সি অদলবদল করেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা
নিউইয়র্কের টাইম স্কয়ারে এভাবেই পোজ দিয়ে ছবি তুলেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিজা হেনড্রিকস
ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে নাসাউ কাউন্টির গলফ কোর্সে গিয়ে গলফ খেলে সময় কাটিয়েছেন রিকি পন্টিং–শন পোলকরা
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা–নেপাল ম্যাচ। তবে বৃষ্টি খেলা থামাতে পারলেও পারেনি নেপাল সমর্থকদের উল্লাস থামাতে। নেচে–গেয়ে, উল্লাসে গ্যালারি মাতিয়ে রাখে তারা  
ক্রিকেট মাঠে বেসবলের আমেজ নিয়ে এসেছেন জেফ ম্যাকনিল। আজ ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচে এভাবেই বেসবল ব্যাট হাতে দেখা গেছে ‘ফ্লায়িং স্কুইরেল’খ্যাত বেসবল তারকাকে