রাঁচি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দল থেকে বাদ পড়েছেন স্পিনার রেহান আহমেদ ও পেসার মার্ক উড। সিরিজের প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন। নতুন বলে এই পেসার জুটি বাঁধবেন জেমস অ্যান্ডারসনের সঙ্গে।
সিরিজে দ্বিতীয় টেস্টে অভিষিক্ত শোয়েব বশির দলে ফিরেছেন। অর্থাৎ ভারতের বিপক্ষে রাঁচিতে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এর পাশাপাশি বোলার বেন স্টোকসকেও রাঁচি টেস্টে দেখা যেতে পারে। আগের তিনটি টেস্টে বোলিং করেননি এই অলরাউন্ডার। আর স্পিনার হিসেবে ‘খণ্ডকালীন’ কাজ চালাতে জো রুট তো আছেনই।
ভারত সফরে প্রথম ৩ টেস্টের দলে জায়গা পাননি রবিনসন। ভারতের বিপক্ষে রবিনসনের পারফরম্যান্স দুর্দান্ত। ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে প্রথম ৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন রবিনসন। এর মধ্যে ১৫ জনই ছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান।
রবিনসন এর আগেও ভারত সফর করেছেন। ২০২১ সালে ভারত সফরে ইংল্যান্ড স্কোয়াডে রিজার্ভ সদস্য ছিলেন তিনি। কোভিডের কারণে কোনো খেলোয়াড় ছিটকে যেতে পারে, এ শঙ্কা থেকেই তাঁকে নেওয়া হয়েছিল। সেবার খেলতে পারেননি। তাই এ সফর শুরু হওয়ার আগে ভারতে টেস্ট খেলতে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছিলেন রবিনসন। সেই অপেক্ষা একটু দেরিতে হলেও ফুরোচ্ছে তাঁর।
গত বছর জুলাইয়ে অ্যাশেজে তৃতীয় টেস্টে চোটের কারণে ছিটকে পড়ার পর এটাই হতে যাচ্ছে রবিনসনের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ২০২১ সালের জুনে অভিষেকের পর ১৯ টেস্টে ৭৬ উইকেট নিয়েছেন রবিনসন।
রেহান চলতি সিরিজে ৩ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। রাজকোট টেস্টে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিতে ২৫ ওভারে তিনি খরচ করেছিলেন ১০৮ রান। সম্ভবত এ কারণেই রাঁচি টেস্টে তাঁর জায়গায় একাদশে স্পিনার বশিরকে বিবেচনা করা হয়েছে। বিশাখাপট্টনমে অভিষেক টেস্ট ৪ উইকেট নিয়েছিলেন বশির।
ইংল্যান্ড ক্রিকেট দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন।