সংস্করণ বদলেছে, তবে বদলায়নি ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবির পর নতুন শুরুর বার্তা দিতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্রেইগ ব্রাফেটের দল গুটিয়ে গেল মাত্র ১৫০ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত বিনা উইকেটে ৮০ রান নিয়ে দিন শেষ করেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাদশে জায়গা পাননি। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর একই ভুল করেনি। রবিচন্দ্রন অশ্বিনও সুযোগটা লুফে নিলেন। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে দেওয়ার দিনে এই স্পিনার নিয়েছেন ৫ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে এটি অশ্বিনের ৩৩তম পাঁচ উইকেট। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে যা সবচেয়ে বেশি। অশ্বিন ৮৮ টেস্ট কম খেলেই ছাড়িয়ে গেছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনকে। অশ্বিন এদিন তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন। অনিল কুম্বলে ও হরভজন সিং অন্য দুই ভারতীয় বোলার।
ডমিনিকায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবীয়রা। শুরুটা মন্দ হয়নি। তবে ইনিংসের ১৩তম ওভারে সফরকারী ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন অশ্বিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তেজনারায়ণ চন্দরপলকে। এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলে দুজনকেই আউট করেন অশ্বিন। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে তেজনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপলকেও আউট করেছিলেন ভারতীয় অফ স্পিনার।
তেজনারায়ণের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ৬৮ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরের সেশনেও আরও ৪ উইকেট হারায় তারা। শেষপর্যন্ত মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ক্রেইগ ব্রাফেটের দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৭ রান এসেছে ২৪ বছর বয়সী অলরাউন্ডার আলিক আথানজের ব্যাট থেকে। ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট।
১৫০ রানের জবাবটা ইতিবাচকভাবেই দিচ্ছে রোহিত শর্মার দল। অভিষিক্ত যশস্বী জয়সোয়াল ৭৩ বলে ৬ চারে অপরাজিত আছেন ৪০ রান নিয়ে। রোহিত ৩০ রান নিয়ে দিন শেষ করেছে।