মেয়েদের টুর্নামেন্ট, মাঠেও থাকবে শুধু মেয়েদেরই উপস্থিতি। প্রথমবারের মতো নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিদের নিয়ে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারি দিয়ে সব ম্যাচ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির প্রেসিডেন্ট ও বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এ ব্যাপারে বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে নারীদের মেধা তুলে ধরে আমাদের খেলাকে শক্তিশালী করার পথে এগিয়ে যাওয়ার আশা করি আমরা।’
আগামী ১ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের এশিয়া কাপ শুরু করবে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের সূচি আজ প্রকাশ করেছে এসিসি।
১–১৫ অক্টোবর পর্যন্ত হবে মেয়েদের এশিয়া কাপের অষ্টম আসর। সর্বশেষ ২০১৮ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে খেলা হবে। এরপর শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনাল। আগামী ১৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে আছে নিগার সুলতানার বাংলাদেশ দল। সে টুর্নামেন্ট খেলে দেশে ফিরে সরাসরি সিলেটে চলে যাওয়ার কথা তাঁদের।
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সূচি
১ অক্টোবর, প্রতিপক্ষ থাইল্যান্ড, সকাল ৯টা, এসআইএস গ্রাউন্ড ২
৩ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান, সকাল ৯টা, এসআইএস গ্রাউন্ড ২
৬ অক্টোবর, প্রতিপক্ষ মালয়েশিয়া, বেলা ১-৩০ মি., এসআইএস গ্রাউন্ড ১
৮ অক্টোবর, প্রতিপক্ষ ভারত, বেলা ১-৩০ মি., এসআইএস গ্রাউন্ড ১
১০ অক্টোবর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সকাল ৯টা, এসআইএস গ্রাউন্ড ১
১১ অক্টোবর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সকাল ৯টা, এসআইএস গ্রাউন্ড ১
১৩ অক্টোবর, সেমিফাইনাল, সকাল ৯টা ও বেলা ১-৩০ মি., এসআইএস গ্রাউন্ড ১
১৫ অক্টোবর, ফাইনাল, বেলা ১-৩০ মি., এসআইএস গ্রাউন্ড ১
এসআইএস গ্রাউন্ড ১: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
এসআইএস গ্রাউন্ড ২: সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম