এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। ভারত সিরিজ জিতে গেলেও এখন আর ধর্মশালায় ৭ মার্চ শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টকে ‘মরা’ বলার উপায় নেই, এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই টেস্টের জন্য ভারত দলে ফিরিয়েছে যশপ্রীত বুমরাকে।
চাপ সামলাতে চতুর্থ টেস্ট এই পেসারকে বিশ্রাম দিয়েছিল ভারত। তাকে ছাড়াই রাঁচিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে ৩-১ সিরিজ জয় নিশ্চিত করে।
অন্যদিকে ধর্মশালা টেস্টেও খেলতে পারছেন না লোকেশ রাহুল। ‘কোয়াড্রিসেপ টেন্ডন ইনজুরি’তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্টেও খেলতে পারেননি তিনি। খেলেছিলেন শুধু হায়দরাবাদে প্রথম টেস্টে। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চোটের চিকিৎসা করাতে ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখন লন্ডনে আছেন।
অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফি খেলতে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যদি প্রয়োজন হয় ৭ মার্চ ধর্মশালা টেস্ট শুরুর আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু-মুম্বাই ম্যাচ শুরু ২ মার্চ।
স্কোয়াডে ফেরা বুমরা প্রথম তিন টেস্টে সিরিজের অন্যতম সেরা পারফরমার ছিলেন। বিশাখাপট্টনমে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরা প্রথম তিন টেস্টে ১৩.৬৪ গড়ে তিনি নিয়েছিলেন ১৭টি উইকেট। তখন পর্যন্ত ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।
কিছুটা স্পিন সহায়ক উইকেটেও হয়ে উঠেছিলেন দলের প্রধান অস্ত্র। তাই তার ওপর দিয়ে বেশ ঝড়ই গিয়েছিল। তিন সংস্করণ দাপিয়ে খেলা এই পেসার প্রথম ৩ টেস্টে বোলিং করেন ৮০.৫ ওভার। সামনে আইপিএল আছে, এরপরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাপ বিবেচনায় তাই তাকে বিশ্রামে রাখা হয়েছিল। বুমরা ফেরায় ভারতের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো।