৫ উইকেট নেন জিয়া
৫ উইকেট নেন জিয়া

জিয়ার ৫ উইকেটের পর শহীদির লড়াই

প্রথম দিন টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ড পেসার মার্ক অ্যাডাইর। আজ নিলেন আফগানিস্তান স্পিনার জিয়া-উর-রেহমান। এরপরও ১০৮ রানের লিড নেওয়া আয়ারল্যান্ড দ্রুতই ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে রেখেছিল বেশ। সে চাপ সামাল দিয়ে নুর আলী জাদরানের পর রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আবুধাবির টলারেন্স ওভালে দ্বিতীয় দিন শেষে ২৬ রানে এগিয়ে তারা, হাতে আছে ৭ উইকেট। শহীদি অপরাজিত ৫৩ রানে, তাঁর সঙ্গী রহমানউল্লাহ গুরবাজ দিন শেষ করেছেন ২৩ রানে।

৬ উইকেট হাতে রেখে ৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড দিনের শুরুতেই হারায় হ্যারি টেক্টরকে। নাভিদ জাদরানের লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলে এলবিডব্লু হন ৩২ রান করা টেক্টর। লরকান টাকারের সঙ্গে পল স্টার্লিংয়ের ষষ্ঠ উইকেটে ৮০ রানের জুটিতেই অবশ্য লিড পেয়ে যায় আইরিশরা। গতকাল কার্টিস ক্যাম্ফারের মতো আজ স্টার্লিংও শট খেলার সুযোগ ছাড়েননি, মারেন ৭টি চার। অবশ্য ফিফটির পরপরই থামতে হয় তাঁকে মধ্যাহ্নবিরতির ঠিক আগে। বাঁহাতি রিস্ট স্পিনার জহির খানের বলে বোল্ড হন তিনি।

ফিফটির পর শহীদি

টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইনের জুটি আভাস দিয়েছিল আয়ারল্যান্ডের লিড আরও বড় করার, যদিও টাকারকে ফিরিয়ে ৩০ রানে সে জুটি ভাঙেন জিয়া। নিজাত মাসুদের বলে ক্যাচ দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে আটে নামা ম্যাকব্রাইন খেলেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তার আগেই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেয়ে যান জিয়া—অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে এলবিডব্লু করে। চতুর্থ আফগান বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। টেস্টে আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড রশিদ খানের, তাঁর অনুপস্থিতিতে দায়িত্বটা দারুণ পালন করেছেন পুরো ইনিংসেই আঁটসাঁট বোলিং করা জিয়া।

১০০ পেরোনো লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের বোলিংয়ের শুরুটা হয় দারুণ। আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম দুই স্তম্ভ ইব্রাহিম জাদরান ও রহমত শাহ—দুজনকেই ৯ ওভারের মধ্যে ফেরান অ্যাডাইর। ৩৮ রানেই আফগানিস্তান হারায় ২ উইকেট।

নুরের সঙ্গে ৫৫ রানের জুটিতে সে চাপ প্রথমে সামাল দেন শহীদি। ম্যাকার্থির বাড়তি বাউন্সের বলে গালিতে নুর ক্যাচ দিলে ভাঙে সে জুটি। অভিষেকে প্রথম ইনিংসে ৫ রানে আউট হওয়া গুরবাজ অবশ্য দিনের বাকিটা সময় ভালো সঙ্গ দেন শহীদিকে। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৪১ রানে। ৮২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন শহীদি, এখন পর্যন্ত ইনিংসে মেরেছেন ৫টি চার।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান:
১৫৫ ও ৩৭ ওভারে ১৩৪/৩ (ইব্রাহিম ১২, নুর ৩২, রহমত ৯, শহীদি ৫৩, গুরবাজ ২৩; অ্যাডাইর ২/২৩, ম্যাকার্থি ১/২৫)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৬৩ (স্টার্লিং ৫২, ক্যাম্ফার ৪৯, টাকার ৪৬, টেক্টর ৩২, ম্যাকব্রাইন ৩৮; জিয়া ৫/৬৪, নাভিদ ৩/৫৯, নিজাত ১/৩৮, জহির ১/৬৭)।
—দ্বিতীয় দিন শেষে।