রোহিত শর্মা ও বিরাট কোহলি—দুজনই এই প্রজন্মের অন্যতম সেরা দুই ক্রিকেটার। কোহলি হয়তো রোহিতের চেয়ে আরও এক ধাপ এগিয়ে থাকবেন। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ৮০ সেঞ্চুরির মালিক তিনি। সম্প্রতি দুজনেই জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো ভারত এখন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।
ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব কোহলি ও রোহিতকে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই সারিতে রাখছেন। কপিলের মতে, ভারতীয় ক্রিকেটে এই দুজনেই কোনো বিকল্প নেই।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে কপিল দেব বলেছেন, ‘কোনো সংস্করণেই ভারতীয় দলে বিরাট ও রোহিতের জায়গা কেউ নিতে পারবে না। তারা ভারতীয় ক্রিকেটের বড় সেবক এবং এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা) তাদের জন্য একটি দারুণ বিদায় ছিল। বিরাট সব সংস্করণে নিজেকে যে উচ্চতায় তুলেছে, টি-টোয়েন্টিতে ভারত নিশ্চয়ই তার অভাব অনুভব করবে। দুজনেই শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো। তাদের বিকল্প নেই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলেছেন কোহলি। অধিনায়ক রোহিতও দারুণ পারফর্ম করেছেন। টুর্নামেন্ট শেষ করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৭) হিসেবে।
তিন সংস্করণেই রোহিত-কোহলির পারফরম্যান্স চোখে পড়ার মতো। ভারতের হয়ে টেস্টে রোহিতের রান ৪৫.৪৬ গড়ে ৪১৩৭; সেঞ্চুরি ১২টি, ফিফটি ১৭টি। রোহিত ওয়ানডে খেলেছেন ২৬২টি, ৪৯.১২ গড়ে রান ১০৭০৯। নামের পাশে ৩১ সেঞ্চুরি ও ৫৫টি ফিফটি। ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছে তিনটি ডাবল সেঞ্চুরি। ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত। এই সংস্করণে ১৫৯ খেলেছেন তিনি। ৪২৩১ রানও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পাঁচ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩২ ফিফটি।
অন্যদিকে কোহলি ১১৩ টেস্ট খেলে ৪৯.১৫ গড়ে রান করেছেন ৮৮৪৮। ২৯ সেঞ্চুরির সঙ্গে আছে ৩০টি ফিফপি। ২৯২ ওয়ানডেতে ৫৮.৬৭ গড়ে তাঁর রান ১৩৮৪৮; সেঞ্চুরি ৫০টি, ফিফটি ৭২টি। আর টি-টোয়েন্টিতে রোহিতের পরই দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির। ১২৫ ম্যাচে ৪১৮৮ রান করেছেন ৪৮.৬৯ গড়ে, সেঞ্চুরি একটি ও ফিফটি ৩৮টি। তিন সংস্করণেই কমপক্ষে ৪৫ গড়ে রান করা একমাত্র খেলোয়াড়ও কোহলি।
বিশ্বকাপ জেতার পর রোহিত–কোহলি দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন।