গত বছর ইংল্যান্ড–ভারত মেয়েদের ওয়ানডেতে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ‘মানকাড’ আউট হন ইংল্যান্ডের শার্লি ডিন
গত বছর ইংল্যান্ড–ভারত মেয়েদের ওয়ানডেতে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ‘মানকাড’ আউট হন ইংল্যান্ডের শার্লি ডিন

বলছে এমসিসি

‘অন্যায় সুবিধা বন্ধ করতে নন–স্ট্রাইকে রানআউট জরুরি’

বল ডেলিভারির আগে নন–স্ট্রাইক ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে গেলে তাঁকে রান আউট করা বৈধ, ক্রিকেটের আইনেই এটা বলা হয়েছে। এরপরও ‘মানকাডিং’ নামে পরিচিত আউটটি নিয়ে প্রায়ই বিতর্ক ওঠে। সমালোচকদের চোখে এটি ‘ক্রিকেটীয় চেতনার বিপরীত’—তাই আইন বদলানোরও দাবি করেন কেউ কেউ।

তবে ক্রিকেটের আইনপ্রণয়নের দায়িত্বে থাকা এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) জানিয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে নন–স্ট্রাইক ব্যাটসম্যানকে রানআউট করা শুধু সঠিকই নয়, দরকারিও। বৃহস্পতিবার এমসিসির এক বিবৃতিতে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেন, ‘আমাদের অবস্থান খুব সহজ, রানআউট হতে না চাইলে ব্যাটসম্যানকে ক্রিজের ভেতরে থাকতে হবে। এ জন্য প্রথমবার সতর্কসংকেত পাওয়ার আশাও করা উচিত নয়। যদি সব নন–স্ট্রাইক ব্যাটসম্যান বল ডেলিভারির পরে ক্রিজ ছাড়তেন, তাহলে এ ধরনের আউটের দরকার হতো না।’

বোলার খলনায়ক নন। সব ব্যাটসম্যানেরই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, ডেলিভারির আগপর্যন্ত ক্রিজে থাকবেন, নাকি আগেভাগে বেরিয়ে ঝুঁকি নেবেন। ঝুঁকি নিতে চাওয়া মানে তো তিনিই আইন ভাঙছেন
‘মানকাডিং’ আউট নিয়ে কুমার সাঙ্গাকারা

‘মানকাডিং’–এ ব্যাটসম্যানকে আউট করা হলে বোলারের ক্রিকেটীয় চেতনা নিয়ে সমালোচনা হয়। এমসিসি ক্রিকেট কমিটির সদস্য ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার মতে, দোষ ব্যাটসম্যানদের, ‘এখানে বোলার খলনায়ক নন। সব ব্যাটসম্যানেরই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, ডেলিভারির আগপর্যন্ত ক্রিজে থাকবেন, নাকি আগেভাগে বেরিয়ে ঝুঁকি নেবেন। ঝুঁকি নিতে চাওয়া মানে তো তিনিই আইন ভাঙছেন।’

২০১৯ আইপিএলে বাটলারকে ‘মানকাডিং’ আউট করেন রবিচন্দ্রন অশ্বিন

এমসিসির বিবৃতিটি এসেছে ক্রিকেট কমিটির বৈঠকের ভিত্তিতে। গত সপ্তাহে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা বল ডেলিভারির আগপর্যন্ত নন–স্ট্রাইক ব্যাটসম্যানের ক্রিজে থাকাবিষয়ক আইনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আলোচনার একটি অংশ ছিল এ ধরনের আউটে বোলারদের তিরস্কারের প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে একমত হন যে ব্যাটসম্যানের আগেভাগে মাঠ ছেড়ে যাওয়া আইনের লঙ্ঘন। এ ক্ষেত্রে বোলার কর্তৃক কোনো সতর্কসংকেতও দিতে হবে না। কারণ, ব্যাটসম্যান প্রথমবার আইন ভাঙলেই তাঁকে আউট করার অধিকার আছে বোলারের।’

ব্যাটসম্যানদের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া বন্ধ করতে রানআউট করা দরকারিও বলে মনে করে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি, ‘কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে একমত যে ক্রিজ ছেড়ে গেলে নন–স্ট্রাইকারকে আউট করা শুধু সঠিকই নয়, অন্যায় সুবিধা নেওয়া বন্ধ করতে জরুরিও।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের বয়সভিত্তিক ক্রিকেট, তৃণমূল ও বিনোদনমূলক ক্রিকেটেও এ ধরনের আউট বাস্তবায়ন স্বাভাবিক করার কথা বলেছে এমসিসি।