কোনো অনুশীলন ম্যাচ নয়, নয় ইন্ট্রা–স্কোয়াড ম্যাচও। এর পরিবর্তে অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার ট্রফি শুরুর আগে পার্থে গোপন ক্যাম্প করবে ভারত দল। সেখানে থাকবে অনেক কড়াকড়ি। ভারতের অনুশীলন দেখতে পারবে না কেউ। খেলোয়াড় আর কোচিং বা ব্যাকরুম স্টাফদের জন্য ফোন ব্যবহারে থাকবে কড়াকড়ি। এমন খবরই দিয়েছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, পার্থের ওয়াকা স্টেডিয়াম এখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। সেখানে অনুশীলন সেশন দেখার অনুমতি নেই কারও। এ কারণেই পার্থের ওয়াকা স্টেডিয়ামকেই গোপন ক্যাম্পের জন্য বেছে নিয়েছে ভারত। সেখানে তারা ম্যাচের আবহ তৈরি করেও অনুশীলন করবে বলে জানা গেছে।
এমনিতে অস্ট্রেলিয়া সফরে রোহিত–কোহলিদের ভারত ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হারার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কিউদের কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখেও পড়েছে ভারত দল।
এর মধ্যেই আবার অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত এ নিয়ে বলেছেন, ‘দেখুন, আমরা অনুশীলন ম্যাচ না খেলে ভারত “এ” দলের সঙ্গে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছি।’
এমন সিদ্ধান্তের পেছনে যুক্তিও দেখান রোহিত, ‘আমাদের জন্য তিন দিন সময় বরাদ্দ। আমরা ১৯ জনের দল নিয়ে যাচ্ছি। আমরা যদি অনুশীলন ম্যাচ খেলি, কতটা কাজের চাপ নিতে পারব, আমি জানি না।’
রোহিত এরপর যোগ করেন, ‘তাই আমাদের মনে হয়েছে অনুশীলন ম্যাচ না খেলে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করলে ব্যাটাররা উইকেটে বেশি সময় পাবে, বোলাররাও বেশি বল করতে পারবে...আমরা তো এমনিতেই অনেক ক্রিকেট খেলছি, তাই উইকেটে সময় কাটানোটাই বেশি গুরুত্বপূর্ণ।’