সেঞ্চুরি করেছেন রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন
সেঞ্চুরি করেছেন রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন

জাতীয় ক্রিকেট লিগ

সাব্বিরের সেঞ্চুরি, তবু সিলেটের পেসারদের তোপে বিপদে রাজশাহী

এক ম্যাচ হাতে রেখেই ২৬তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে সিলেট বিভাগ। তাই আজ থেকে শুরু সপ্তম রাউন্ডের ম্যাচগুলো হয়ে গেছে শুধুই আনুষ্ঠানিকতার।

সফর আলী-তোফায়েলে চ্যাম্পিয়নদের দিন

প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েই আজ চট্টগ্রামে রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছে সিলেট। চ্যাম্পিয়নরা প্রথম দিনে রাজশাহীকে অলআউট করেছে ২২৬ রানে। দলটির অনভিজ্ঞ দুই পেসার সফর আলী ও তোফায়েল আহমেদ মিলেই নিয়েছেন ৯ উইকেট।

৫ উইকেট পেয়েছেন সিলেটের পেসার সফর আলী

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সফর আলী ৬৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ষষ্ঠ ম্যাচের অভিজ্ঞ তোফায়েল ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। রাজশাহীর শুরুটা ভালোই ছিল। হাবিবুর রহমান (৫৭) ও সাব্বির হোসেন (১১৬) উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ১০৯ রান। তোফায়েল হাবিবুরকে ফিরিয়ে ভাঙেন জুটি। সফর আলীর শিকার হয়ে সাব্বির ফেরেন দলকে ২০৫ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। এরপর আর ২১ রান যোগ করতে পারে রাজশাহী। সিলেট দিন শেষ করেছে ২ উইকেটে ৪৯ রান তুলে।

সোহাগ গাজীর ৬ ছক্কা

৭৮ রানের ৩৬–ই ছক্কায় করেছেন সোহাগ গাজী

বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে ২৮৯ রানে অলআউট হয়েছে বরিশাল। ৭৮ রান করে অপরাজিত ছিলেন সোহাগ গাজী। ৯৬ বলের ইনিংসে ৬টি ছক্কা মেরেছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার। বরিশালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেছেন ফজলে রাব্বি। ঢাকা প্রথম ইনিংস শুরু করবে আগামীকাল।

খুলনায় বৃষ্টির দিন


সারা দিনে খেলা হতে পেরেছে ২৫ ওভার। তাতে রংপুরের বিপক্ষে ২ উইকেটে ৭৯ রান তুলেছে খুলনা। ওপেনার এনামুল হক বিজয় অপরাজিত ছিলেন ৫০ রানে।

মহানগরের বাঁহাতি স্পিনারদের দাপট

রাজশাহীতে ঢাকা মহানগরের বিপক্ষে ১৬০ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। মহানগরের দুই বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও আরিফ আহমেদ নিয়েছেন ৪টি করে উইকেট। রাজশাহীর ৯ নম্বর ব্যাটসম্যান আশরাফুল হাসান করেছেন সর্বোচ্চ ৩৮ রান। এরপর ৩ উইকেটে ১৬১ রান তুলে ১ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে মহানগর। দুই ওপেনার মোহাম্মদ নাঈম (৪২) ও আনিসুল ইসলাম (৪৫) প্রথম উইকেটে যোগ করেন ৭১ রান।