এবারের আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্স কেমন? এই প্রশ্নের উত্তর দেয় ২০২৪ আইপিএলের পরিসংখ্যান—৮ ইনিংসে ২১.৪০ গড় ও ১৩ স্ট্রাইক রেটে ১৪ উইকেট। এবারের আইপিএলে যেভাবে রান হচ্ছে, সেই তুলনায় ইকোনমি রেটটাও খুব মন্দ নয় বলতে হবে, ৯.৭৫।
আইপিএলে এত ভালো মৌসুম কাটালেও মোস্তাফিজ-ভক্তদের একটা আক্ষেপ হয়তো থাকবে—আইপিএলে তাঁর সাবেক দলগুলোর বিপক্ষে যে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত বাংলাদেশি বাঁহাতি পেসার তাঁর ৩ সাবেক দলের বিপক্ষে খেলেছেন। ১৪ উইকেটের মাত্র ৪টি এসেছে এই তিন দলের বিপক্ষে।
চেন্নাই সুপার কিংস আইপিএলে মোস্তাফিজের পঞ্চম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবারের আইপিএলে মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন দিল্লি, মুম্বাই ও হায়দরাবাদের বিপক্ষে।
চেন্নাইয়ের প্রথম ম্যাচটি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেই ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও ক্যামেরন গ্রিনেরসহ ৪টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। পরের ম্যাচে গুজরাটের বিপক্ষে নিয়েছেন ৩০ রানে ২ উইকেট। মোস্তাফিজ তাঁর ও চেন্নাইয়ের তৃতীয় ম্যাচটি খেলেছেন দিল্লির বিপক্ষে। সাবেক এই দলের বিপক্ষে তিনি ৪৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। পরের ম্যাচেই আবার কলকাতার বিপক্ষে তাঁর উইকেট ২২ রানে ২টি।
মোস্তাফিজ এবারের আইপিএলে নিজের পঞ্চম ম্যাচটি খেলেছেন সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে। সেই ম্যাচটিতে মোস্তাফিজ আবার ছিলেন নিজের ছায়া হয়ে। ৫৫ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। লক্ষ্ণৌয়ের বিপক্ষে এরপর টানা ২ ম্যাচে ১টি করে উইকেট নেন, দিয়েছেন ৪৩ ও ৫১ রান। এরপর গতকাল খেললেন হায়দরাবাদের বিপক্ষে। সাবেক এই দলের বিপক্ষে ১৯ রানে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট। হায়দরাবাদের বিপক্ষে ৫ এপ্রিল চেন্নাইয়ের আগের ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ, যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত কাজে সেই সময় ঢাকায় ছিলেন তিনি।
এখন প্রশ্ন জাগতে পারে—মোস্তাফিজ তাঁর সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক খারাপ কেন করেছেন? এর কারণ বুঝতে তাকানো যেতে পারে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজের ম্যাচগুলোর ভেন্যুর দিকে। নিজের প্রথম যে দুটি ম্যাচে মোস্তাফিজ ৪ ও ২ উইকেট পেয়েছেন যথাক্রমে ২৯ ও ৩০ রান দিয়ে, সেই দুটি ম্যাচেরই ভেন্যু ছিল চেন্নাই। সেখানকার উইকেট মোস্তাফিজের বোলিংয়ের সঙ্গে বেশি মানানসই বলেই বিশেষজ্ঞদের মত।
দিল্লির বিপক্ষে মোস্তাফিজ খেলেছেন বিশাখাপট্টনমে আর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। এ দুটির ভেন্যুর কোনোটিই মোস্তাফিজের বোলিংয়ের সঙ্গে তেমন মানানসই নয়। হায়দরাবাদের বিপক্ষে গতকালের ম্যাচটি চেন্নাইয়ে ছিল বলেই হয়তো আবার স্বরূপে ফিরেছেন মোস্তাফিজ। চেন্নাইয়ে একটা ম্যাচেই খারাপ করেছেন মোস্তাফিজ—লক্ষ্ণৌর বিপক্ষে সেই ম্যাচে ৫১ রান দিয়ে নিয়েছিলেন মাত্র এক উইকেট।