প্রথম ইনিংসে ১২২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ 'এ' দল। এরপরও অবশ্য চারদিনের ম্যাচটি ড্র করেছে তারা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে
প্রথম ইনিংসে ১২২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ 'এ' দল। এরপরও অবশ্য চারদিনের ম্যাচটি ড্র করেছে তারা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে

পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে ড্র বাংলাদেশ ‘এ’ দলের

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে আজ আলোর স্বল্পতার কারণে চতুর্থ ও শেষ দিনের খেলা একটু আগেভাগেই বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ‘এ’ দল তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৫৩ রান।

ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ‘এ’ দল নিজেদের প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়। পাকিস্তান ‘এ’ দল এরপর উমর আমিনের ১৭৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।

বৃষ্টিতে তৃতীয় দিনে বলই মাঠে গড়ায়নি। ২৪৫ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দলের ৪ রানেই ওপেনার এনামুল হকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চা–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৪২ রান।

চা–বিরতি থেকে ফিরে দ্রুত আরও ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৭৭ রান। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ হারেনি বাংলাদেশ, ম্যাচ ড্র হওয়ার আগে আর মাত্র ১টি উইকেট হারিয়েছে তারা।