২০২২ সালে গেবেখা টেস্ট চলাকালে মুশফিকুর রহিমকে কিছু একটা পরামর্শ দিচ্ছেন সে সময়ে বোলিং কোচ
২০২২ সালে গেবেখা টেস্ট চলাকালে মুশফিকুর রহিমকে কিছু একটা পরামর্শ দিচ্ছেন সে সময়ে বোলিং কোচ

দুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…

প্রায় তিন দিন হয়ে গেল ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এরপর অনেকের কাছ থেকেই শুভকামনা পেয়েছেন। ফেসবুকে ঘোষণা দিয়ে অবসর নেওয়ার পরদিন তাঁকে মাঠে নামার সময় গার্ড অব অনার দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের সতীর্থরা।

এত কিছু হয়ে যাওয়ার পর মুশফিকের অবসরের খবর জেনেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। তাঁর আরেকটা পরিচয়ও আছে—বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন তিনি। পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে কাছ থেকেই দেখেছেন ডোনাল্ড।

২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর মুশফিকুর রহিম। ওয়ানডেতে এরপর আর একবারই তিন অঙ্ক ছুঁয়েছেন মুশফিক
শামসুল হক

অবসরের পর ইনস্টাগ্রামে মুশফিকের বিষয়ে কাল রাতে তিনি লিখেছেন, ‘আমি আজ সকালেই জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেটে যত দিন কাটিয়েছি, তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে, উপভোগ করেছি। একজন দুর্দান্ত পেশাদার, যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে।’

আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।’
অ্যালান ডোনাল্ড, দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার

মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার অনুশীলন যে তরুণদের জন্য আদর্শের হতে পারে, তা মনে করেন ডোনাল্ডও, ‘আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।’

তাসকিন ও মোস্তাফিজের সঙ্গে অনুশীলনে বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি—২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই। এর আগে টি-টোয়েন্টিকেও বিদায় বলায় মুশফিককে এখন দেশের হয়ে খেলতে দেখা যাবে শুধু টেস্টে।