কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে কাল রাতে ঢাকায় এসেছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দুজনই এর আগে বিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন।
বিপিএলের শিরোপাও জিতেছেন। গত বছর কুমিল্লার শিরোপা জয়ের নায়ক ছিলেন নারাইন। ২০১৮-১৯ বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী কিংসের অধিনায়কত্ব করেছিলেন রাসেল।
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে নারাইন ও রাসেলের দল আবুধাবি নাইট রাইডার্স প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে। লিগ পর্বে ১০ ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে আবুধাবি নাইট রাইডার্স। সেই রাসেল-নারাইনের দিকেই এবার তাকিয়ে কুমিল্লা। বিপিএলে নিজেদের প্রথম ৩ ম্যাচ হারের পর টানা ৭ ম্যাচ জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লে-অফ নিশ্চিতের পর কুমিল্লার চোখ এখন পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করা।
ওদিকে ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে কালকের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়তে হবে। কুমিল্লা এর মধ্যেই হারিয়েছে নাসিম শাহকে। খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, আবরার আহমেদ ও হাসান আলীর আগামীকাল পাকিস্তান ফিরে যাওয়ার কথা।
তাঁদের শূন্যতা রাসেল ও নারাইন কীভাবে পূরণ করেন, সেটিই এখন দেখার বিষয়। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীরও কুমিল্লার হয়ে খেলার সম্ভাবনা আছে। গত বিপিএলেও মঈন কুমিল্লার হয়ে খেলেছেন।
তবে তাঁর আগে আজ একঝাঁক তারকা নিয়ে মাঠে নামবে কুমিল্লা। রাসেল ও নারাইন তো আছেনই। দুজনই আজ ফরচুন বরিশালের বিপক্ষে রাতের ম্যাচে খেলবেন বলে জানা গেছে। রিজওয়ান-হাসানরাও তাঁদের শেষ ম্যাচটা খেলবেন সাকিবের দলের বিপক্ষে।