মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

প্রথমবার মিরপুরে কোনো টেস্ট নেই

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা এর মধ্যেই শুরু করে দিয়েছে বিসিবি। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে তিন নির্বাচকের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সেখানে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ২৮ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দল সাজানো হবে এই ২৮ জনের তালিকা থেকে।

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের দুটি টেস্ট আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজের দুটি ম্যাচের একটিও পাচ্ছে না মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা

বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের ভেন্যু হতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর এবারই প্রথম ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও পাচ্ছে না মিরপুর।

ঠাসা আন্তর্জাতিক সূচির কারণেই মিরপুরে টেস্ট ম্যাচ দিতে পারছে না বিসিবি। আগামী মার্চেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী দল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ নারী দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নারী দলের সেই সিরিজের সম্ভাব্য ভেন্যু মিরপুর।

মার্চেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচও মিরপুরে হতে পারে। প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই এপ্রিলে ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। দুই দলের দুটি টেস্টও খেলার কথা ছিল। বিশ্বকাপ-প্রস্ততির জন্য টেস্ট দুটি পরে কোনো এক সময় খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই দল।