পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কোহলি
পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কোহলি

মাঞ্জরেকারকে কোহলি বললেন, ‘আমি বড্ড ক্লান্ত’

বিরাট কোহলিও তাহলে ক্লান্ত হন! পাকিস্তানের বিপক্ষে কাল এশিয়া কাপের সুপার ফোরে ভারতের জয়ের পর কোহলি নিজেই বলেছেন, ‘আমি বড্ড ক্লান্ত।’

কোহলির কালকের সেঞ্চুরিটি নানা কারণে বিশেষ। এই সেঞ্চুরি করার পথে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে নিজের ৪৭তম সেঞ্চুরি করার পথে লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন।

এর চেয়েও বড় ব্যাপার হলো, ৯ চার ও ৩ ছয়ে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসটিতে কোহলির দৃঢ়প্রতিজ্ঞার ছাপ ছিল স্পষ্ট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রচণ্ড গরমের মধ্যে কোহলি যে ইনিংস খেলেছেন, সেটিকে অনেকেই বলছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দৃঢ় সেঞ্চুরি।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি

২ উইকেটে ১৪৭ রান নিয়ে কাল রিজার্ভ ডের খেলা শুরু করে ভারত। সে সময় উইকেটে ছিলেন রাহুল আর কোহলি। আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৫০ ওভারে দলকে ৩৫৬ রানে নিয়ে যান এ দুজন। এ মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার কোহলি ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি ক্লান্তি বোধ করছেন।

এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ শরীর ও মনের বড় পরীক্ষা নেয়। তার ওপর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটির প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত সময় ছিল ৩২ ঘণ্টা। এমন নয় যে ৩২ ঘণ্টার ম্যাচের পুরোটাতেই জড়িয়ে ছিলেন কোহলি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের দলে থাকা যেকোনো খেলোয়াড়ই যে ম্যাচ শেষে মানসিকভাবে ক্লান্ত হবেন, সেটাই স্বাভাবিক।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের মুখোমুখি হয়েছিলেন কোহলি। সাক্ষাৎকার শুরুর আগেই মাইক্রোফোন হাতে নিয়ে কোহলি ভারতের সাবেক ক্রিকেটারকে বললেন, ‘আমি আপনাকে সাক্ষাৎকারটা ছোট করতে অনুরোধ করব। আমি বড্ড ক্লান্ত।’ মাঞ্জরেকার এর উত্তরে বলেছেন, ‘শুধু কয়েকটি প্রশ্নই।’ কোহলি এটা শুনে হেসেছেন।

লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ২৩৩ রান তুলেছেন কোহলি

অপরাজিত ১২২ রানের মধ্যে কোহলি বাউন্ডারি থেকে নিয়েছেন ৫৪ রান। নিজে ২ রান নিয়েছেন ২০ বার। এ ছাড়া রাহুলের ৬টি ২ রানের জন্যও দৌড়েছেন। এমন একটি ম্যাচের পর আজই আবার খেলতে নামতে হচ্ছে ভারতকে। সুপার ফোরে আজ তাদের প্রতিপক্ষ সহ–আয়োজক শ্রীলঙ্কা।

এত অল্প সময়ের মধ্যে দুটি ম্যাচ খেলা নিয়ে কোহলি বলেছেন, ‘আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন কিছু আমি এই প্রথম করছি। ভাগ্যক্রমে আমরা টেস্ট খেলোয়াড়। তাই আমরা জানি, পরের দিন কীভাবে ফিরে আসতে হয় এবং খেলতে হয়। সতেজ হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ। প্রেমাদাসায় আর্দ্রতা ছিল। নভেম্বরে আমার বয়স ৩৫ বছর হবে। তাই আমার সতেজ হওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে।’