৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি
৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি

এক ম্যাচে ইশ সোধির যত রেকর্ড

৩৯ রানে ৬ উইকেট। আর তাতেই একগাদা রেকর্ডের মালিক হয়ে গেছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি।

ইশ সোধির ৬/৩৯…

• নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট পেলেন সোধি। আগের সেরা ড্যানিয়েল ভেট্টোরির, ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের বিপক্ষেই ৭ রানে ৫ উইকেট।

• এশিয়ার মাটিতে এশিয়ার বাইরের কোনো স্পিনারের ওয়ানডে সেরা বোলিং। আগের সেরা আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের, ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬/৫৫।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ বার এর বেশি উইকেট পেয়েছেন ইশ সোধি

• বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে কোনো স্পিনারের সেরা বোলিং। আগের সেরা ৫/২১, ১৯৮৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের অফ স্পিনার আরশাদ আইয়ুবের।

• বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সেরা বোলিং। আগের সেরা, ৬/৬৫, ২০১৯ সালে ডানেডিনে টিম সাউদির।

• এশিয়ার মাটিতে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সেরা বোলিং। আগের সেরা ৫/২২, ১৯৯৪ সালে মারগাওয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাথু হার্টের (৫/২২)।

• ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও সোধির সেরা বোলিং। আগের সেরা ৬/৮৬, গত ডিসেম্বরে করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে।