আইপিএলে অনেক কিছুই শিখবেন লিটন
আইপিএলে অনেক কিছুই শিখবেন লিটন

লিটনের কাছে আইপিএল হচ্ছে শেখার মঞ্চ

আইপিএল খেলতে আজ সন্ধ্যায় কলকাতার বিমান ধরেছেন লিটন দাস। যাওয়ার আগে তিনি বলে গেছেন, আইপিএলকে তিনি শেখার মঞ্চ হিসেবে দেখছেন। এ শিক্ষা তিনি কাজে লাগাতে চান অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

লিটনের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। সে দলের ওপেনার হিসেবে একাদশে জায়গা করে নিতে হলে তাঁকে প্রতিযোগিতা করতে হবে রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে। তবে একাদশে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না লিটন। প্রথমবারের মতো আইপিএল খেলতে যাওয়া লিটনের চোখ ক্রিকেট শেখায়।

আইপিএল এমন ভঙ্গিতেই লিটনকে দেখতে চায় সবাই

লিটনের মুখেই শুনুন সে কথা, ‘আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।’

লিটন আরও যোগ করেন, ‘দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।’

কলকাতায় সাকিবকে মিস করবেন লিটন

আইপিএলে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে খুশি জাতীয় দলের এ ক্রিকেটার, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এ রকম একটা ইভেন্টে কখনো যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’

সাকিব আল হাসানেরও এবারের আইপিএলে কলকাতার হয়ে খেলার কথা। পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে সাকিব শেষ পর্যন্ত গেলেনই না আইপিএলে। স্বাভাবিকভাবে লিটনও সাকিবকে মিস করছেন, ‘অবশ্যই যদি যেতে পারতাম খুব ভালো লাগত। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগত। কোনো কারণে হয়তো তিনি যাচ্ছেন না।’