আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে বাংলাদেশ দল
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজ সফর

নতুন সমন্বয়ের খোঁজে বাংলাদেশ

ইংল্যান্ড দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এখনো শেষ হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন চলছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে। এক মাস দীর্ঘ সফরের শুরুটা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিও আছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর থেকে।

তার আগে বাংলাদেশ সময় আজ রাত তিনটা থেকে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অ্যান্টিগার এ মাঠে এর আগেও খেলেছেন মিরাজ-মুমিনুলরা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০২২ সালে। সেবারও এ মাঠে প্রস্তুতি ম্যাচ খেলে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের আগে এখন পর্যন্ত দুই দিন অ্যান্টিগার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

দুই দলের পূর্বঘোষিত সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল চার দিনের (১৫ থেকে ১৯ নভেম্বর)। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের কারণে ম্যাচটি ছোট হয়ে আসে দুই দিনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন সমন্বয় নিয়ে খেলতে নামার আগে এই দুটি দিনই পাচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না। আফগানিস্তান সিরিজ থেকে নাজমুল ভুগছেন কুঁচকির চোটে। একই সিরিজে মুশফিক আঙুলে চোট পেয়েছেন।

নাজমুলের না থাকা মানেই ৩ নম্বরে নতুন কাউকে সুযোগ দিতে হবে। মুশফিক না থাকায় মিডল অর্ডারেও পরিবর্তন আসবে। দুজনের বিকল্প হিসেবে শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে শাহাদাত হোসেন ও মাহিদুল ইসলামকে। দুজনেরই ভিসা পেতে দেরি হয়েছে। যে কারণে দুজনই এক দিন পর দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে দুজন কোথায় ব্যাটিং করেন, সেটিই দেখার বিষয়। এ ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না দুজনের কেউই। আবারও লাল বলের ক্রিকেটে ফেরার আগে দুজনই চাইবেন কিছু ওভার বোলিং করে নিজেদের ঝালিয়ে নিতে।