যাদের হাতে উঠেছে ব্যক্তিগত নৈপুণ্যের ট্রফি
যাদের হাতে উঠেছে ব্যক্তিগত নৈপুণ্যের ট্রফি

ব্যাটে নাঈম, বলে আলাউদ্দিন বাবু—জাতীয় লিগ টি–টোয়েন্টির সেরারা

জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্দেশ্য ছিল নতুন টি-টোয়েন্টি ক্রিকেটার খোঁজা। ৮ দলের এই টুর্নামেন্ট শেষ হয়েছে আজ। ফাইনালে ঢাকা মহানগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

টুর্নামেন্ট শেষে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই টুর্নামেন্টের উদ্দেশ্যে কতটা সফল হয়েছে? দেশি ক্রিকেটারদের এই লিগ মাতালেন কারা? টুর্নামেন্টের পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যানে তাকালে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সবার আগের নামটা দেখা যায় মোহাম্মদ নাঈমের। ফাইনাল হারলেও ১০ ম্যাচে তিনি করেছেন ৩১৬ রান।

নাঈম জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মহানগরকে ফাইনালে ওঠাতে বড় ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। এ ছাড়া এই তালিকার শীর্ষে পাঁচে আছেন জিশান আলম, হাবিবুর রহমান ও আজিজুল হাকিমের মতো তরুণ ক্রিকেটার। আছেন অভিজ্ঞ নুরুল হাসানও।

৩৩ বছর বয়সী আলাউদ্দিন বাবু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ফাইনালেও তিনি নিয়েছেন ৩ উইকেট। তালিকায় আছেন ২০ বছর বয়সী পেসার আহমেদ শরীফও। ১৩ উইকেট নিয়ে তালিকায় আছেন আরেক পেসার আবু হায়দার। তিনিই হয়েছেন সিরিজসেরা। বোলারদের শীর্ষ পাঁচে আছেন রাকিবুল ও আলিস আল ইসলামের মতো স্পিনাররাও।