আইসিসি র‍্যাঙ্কিং: ২০ ধাপ এগোলেন পোপ, ৪২ ধাপ জোসেফ

হায়দরাবাদে ওলি পোপ, ব্রিসবেনে শামার জোসেফ—সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা দুই টেস্টের নায়ক ছিলেন দুজন। হায়দরাবাদে পিছিয়ে পড়েও ভারতকে হারিয়েছে ইংল্যান্ড, ব্রিসবেনে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে জয়ে রূপকথার গল্প লিখেছেন জোসেফ। সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন দুজনই।

হায়দরাবাদে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও ২৮ রানে জেতা ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছেন পোপ। স্পিন-সহায়ক উইকেটে রিভার্স সুইপের প্রদর্শনী দেখিয়েছেন তিনি। ভারতের মাটিতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সেরা ইনিংস এটিই—এমন প্রশংসাও শুনছেন।

এ ইনিংসের পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। এখন ৬৮৪ রেটিং পয়েন্ট তাঁর, ক্যারিয়ারে যেটি সর্বোচ্চ। দেশের বাইরে এটিই ছিল পোপের সর্বোচ্চ ইনিংস। ভারতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের চতুর্থ সর্বোচ্চ।

ওলি পোপ আউট হওয়ার পর তাঁকে অভিবাদন জানাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। শীর্ষ ১০-এ অবশ্য খুব বড় কোনো পরিবর্তন আসেনি সম্প্রতি শেষ হওয়া এ দুই টেস্টের পর। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। গ্যাবায় প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন তিনি। পোপের সতীর্থ বেন ডাকেট ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে।

পোপদের উন্নতিতে পিছিয়ে গেছেন শীর্ষ ২০-এর মধ্যে থাকা বাংলাদেশের লিটন দাস। দুই ধাপ নিচে ১৯ নম্বরে নেমে গেছেন তিনি। দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে গেছেন মুশফিকুর রহিমও।

গ্যাবায় দ্বিতীয় ইনিংসে চোট নিয়েও বোলিং করে ৭ উইকেট নেওয়া জোসেফ এগিয়েছেন ৪২ ধাপ। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টের পর এখন তাঁর অবস্থান ৫০ নম্বরে। এ ছাড়া জোসেফের সতীর্থ কেমার রোচ দুই ধাপ এগিয়ে ১৭ ও আলজারি জোসেফ চার ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন।

গ্যাবায় ছুটছেন শামার জোসেফ

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদে ৬ উইকেট নিয়েছেন তিনি। সে টেস্টে ৬ উইকেট নেওয়া ভারত পেসার যশপ্রীত বুমরা এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন।

হায়দরাবাদে ৫ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন জো রুট। এমন পারফরম্যান্সের পর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এটিই এখন তাঁর সর্বোচ্চ রেটিং।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রবীন্দ্র জাদেজা, দুইয়ে অশ্বিন, তিনে সাকিব আল হাসান।