বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম ও কেইন উইলিয়ামসন—চারজনই এবারের বিশ্বকাপে এসেছিলেন টুর্নামেন্টটা নিজের করে নিতে। কিন্তু কোহলি ও রোহিত ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও বাবর তা পারছেন না। আর উইলিয়ামসন তো এক ম্যাচ খেলেই আবারও চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন।
বাবরের ব্যাটিং আর তাঁর নেতৃত্ব নিয়ে পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরা তুমুল সমালোচনা করে যাচ্ছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার স্পোর্টসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে কোহলি, রোহিত ও উইলিয়ামসনের জন্য বাবরের মুগ্ধতা।
বাবর ভিডিওর প্রথমে বলেছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মা ও কেইন উইলিয়ামসন আমার প্রিয় ব্যাটার। তারা বিশ্বের শীর্ষ খেলোয়াড়। তারা কন্ডিশনটা ভালো বুঝতে পারে। এ কারণেই তারা সেরা। আমি তাদের প্রশংসা করি।’
বাবর এরপর বলেছেন, এই তিনজনের কোন ব্যাপারটি তাঁর সবচেয়ে ভালো লাগে। বাবরের কথা, ‘বিরাট, রোহিত ও কেইনের যে জিনিসটি আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো দলকে তারা কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। কঠিন বোলিংয়ের বিপক্ষেও তারা রান করতে পারে। এটা আমি তাদের কাছ থেকে শিখতে চেষ্টা করি।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান ৬ ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচই জিতেছে। প্রথম দুই ম্যাচ জেতার পর টানা চার ম্যাচে হেরে খাদের কিনারে পৌঁছে গেছে। সেমিফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচ অবশ্যই জিততে হবে পাকিস্তানকে, এরপর তাকিয়ে থাকতে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। পাকিস্তান তাদের প্রথম রাউন্ডের শেষ তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে।