আইপিএলে কাল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। রোমাঞ্চকর ম্যাচটি চেন্নাই ৩ রানে হারলেও ধোনির সমর্থকেরা কিন্তু ‘জিও সিনেমা’য় মুখ গুঁজে রেখেছিলেন। আইপিএলের এই অফিশিয়াল লাইভ স্ট্রিমিং প্লাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল চেন্নাইয়ের ইনিংসে শেষ ওভারে জিও সিনেমায় ধোনির ব্যাটিং দেখেছেন দুই কোটির বেশি দর্শক।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২১ রান দরকার ছিল চেন্নাইয়ের। সন্দ্বীপ শর্মার করা শেষ ওভারে ২টি ছক্কা মেরে সেটি করে ফেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন ধোনি। শেষ তিন বলে প্রয়োজন ছিল ৭ রানের। কিন্তু ওই তিন বলেই সিঙ্গলের বেশি নিতে পারেননি ধোনি–জাদেজা জুটি। শেষ বলে দরকার ছিল ৫ রানের, ধোনিকে তাই ছক্কা মারতে হতো। ৩ ছক্কা ও ১ চারে ১৭ বলে ৩২ রান করেন ধোনি। জাদেজার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৫ রানের ইনিংস। ৩০ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে রোমাঞ্চ উপহার দেন দুজন। আর সে রোমাঞ্চই উপভোগ করতে দর্শক বুঁদ হয়ে ছিলেন জিও সিনেমায়।
জিও সিনেমার টুইটার হ্যান্ডলে করা পোস্টে বলা হয়, ‘(শেষ ওভারে) একটা মুহূর্তে ২ কোটি ২০ লাখ দর্শক দম আটকে খেলা দেখেছেন, যেন পুরোনো স্মৃতি ফিরে এসেছিল। সেই চেনা প্রত্যাশা। হয়তো আগের সেই প্রত্যাশামতো ফল হয়নি, তবে একটা মুহূর্তে দুই কোটির বেশি দর্শকে সময়টা স্থির হয়ে গিয়েছিল। একটাই মুহূর্ত, ধোনিও একজনই।’ ধোনির ম্যাচ শেষ করে আসার অতিমানবীয় সামর্থ্যকে মনে করিয়ে দিয়েই সম্ভবত পোস্টে তাঁর ব্যাপারে বলা হয়েছে, পুরোনো সেসব স্মৃতি ফিরে আসার প্রত্যাশা ছিল। ভারতের সাবেক অধিনায়ক শেষ পর্যন্ত না পারলেও দর্শকের এই প্রত্যাশা কিন্তু তাঁর সোনালি সময়কেই স্মরণ করিয়ে দেয়।
সে যা–ই হোক, আইপিএলের প্রথম সপ্তাহে জিও সিনেমা কিন্তু ‘ভিউ’–এর রেকর্ড ভেঙেছে। প্রথম সপ্তাহে জিও সিনেমায় আইপিএল দেখেছেন ৫৫০ কোটির বেশি দর্শক। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর আইপিএলের ডিজিটাল স্ট্রিমিংয়ে স্পনসরদের বিজ্ঞাপন থেকে যে পরিমাণ আয় হয়েছিল, এবার জিও সিনেমা সেই হিসাব পেছনে ফেলে আয়ের নতুন রেকর্ড গড়েছে এরই মধ্যে।
জিও সিনেমা আইপিএলের সম্প্রচারেও এনেছে নতুনত্ব। ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি ও গুজরাটি ভাষায়ও ম্যাচের ধারাভাষ্য শোনার ব্যবস্থা আছে। এ ছাড়া আছে ক্যামেরার চমকপ্রদ ব্যবহার। মাল্টি ক্যাম, ফোরকে, হাইপমুড প্রযুক্তির ছোঁয়া নিয়ে এসেছে তারা। প্রতিটি ম্যাচ দেখতে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহের ছুটির দিনে দর্শক গড়ে ৫৭ মিনিট ছিলেন, জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। গতবার একই প্লাটফর্মে আইপিএলের প্রথম সপ্তাহে দর্শকের তুলনায় তা ৬০ শতাংশ বেশি।