প্রথম রাউন্ডে মুখোমুখি হওয়া দুই ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল। কিন্তু আসল জায়গাতে গিয়ে আর পারল না তারা। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই প্রতিযোগিতার অন্য দলটি ছিল পাকিস্তান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভার খেললেও বাংলাদেশের মেয়েরা ৮ উইকেট হারিয়ে করতে পারে ১১২ রান।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দলের শুরুটা হয় ভালো। উদ্বোধনী জুটিতেই ১০৪ রান তুলে ফেলে তারা। যদিও এই রান তুলতে ১৪.২ ওভার খেলতে হয়েছে তাদের। জুটি ভাঙে ৪২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করে বিঙ্গ বিজেরত্নে আউট হলে। এমন শুরুর পরও অবশ্য শ্রীলঙ্কাকে দেড় শ রানের আগেই আটকে দিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রাবেয়া খান, নিশিতা আক্তার ও জান্নাতুল মাওয়া। শ্রীলঙ্কার পক্ষে ৮ চারে ৫৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন ওপেনার পূর্ণ সেনারত্নে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে দলের মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় তারা। ৬ ওভারের মধ্যে ২৩ রানে পড়েছে বাংলাদেশের ৪ উইকেট। এরপর রাবেয়ো ও উন্নতি আক্তার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ২৫ বলে ১ চারে ১৪ রান করে উন্নতি আউট হয়ে গেলে ভাঙে তাঁদের ৪০ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বাংলাদেশ এগোতে পারেনি বেশি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া। ২৯ বলের ইনিংসটিতে ৪টি চার মেরেছেন তিনি।