বিপিএল

তামিম–মাহমুদউল্লাহ–মুশফিকের অভিজ্ঞতাই শক্তি বরিশালের

বিনোদনের ক্রিকেট টি-টোয়েন্টি, গ্যালারি ভরে বেশি এই খেলাতেই। তবে বাংলাদেশে ঘরোয়া টি-টোয়েন্টি বলতে আছে বিপিএল-ই, ক্রিকেটার-দর্শক-সমর্থকদের অপেক্ষা থাকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে এবার সে অপেক্ষা আরও বেশি। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসর সামনে রেখে প্রতিদ্বন্দ্বী সাত দলকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আজ পঞ্চম পর্বে থাকছে ফরচুন বরিশাল—

দলটা ছিল সাকিব আল হাসানের। গত বিপিএলে সাকিবের নেতৃত্বে বিপিএলের প্লে-অফে জায়গা করে নেয় ফরচুন বরিশাল। দলটির জার্সিতে পুরো টুর্নামেন্টেই সাকিব ছিলেন বিধ্বংসীরূপে। ১৩ ম্যাচের ১১ ইনিংসে ৩৭৫ রান করেছেন ১৭৪.৪১ স্ট্রাইক রেটে। সর্বশেষ বিপিএলে ৩০০-এর বেশি রান করা আর কেউই তাঁর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি। সঙ্গে বল হাতে ১০ উইকেট। এমন দাপুটে পারফরম্যান্সের পরও দলকে শিরোপা জেতাতে পারেননি সাকিব। নকআউটে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নেয় বরিশাল।

টি-টোয়েন্টি খেলার চেহারাটাই কিন্তু গত কয়েক বছরে বদলে গেছে। বেশির ভাগ দলেই দেখবেন অভিজ্ঞরা খেলছে টি-টোয়েন্টি, তরুণেরা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ দলটাই দেখুন। আমাদের দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা করি, তাঁরা তাঁদের সামর্থ্যের সবটা দিলে ভালো ফল আসবে।
মিজানুর রহমান, সহকারী কোচ, ফরচুন বরিশাল

এবার সাকিবকেই পাচ্ছে না বরিশাল, তিনি খেলবেন রংপুরের হয়ে। গতবার দলটির কোচ ছিলেন নাজমূল আবেদীন। তাঁর জায়গায় বরিশালের প্রধান কোচ পদে দেখা যাবে ডেভ হোয়াটমোরকে। সাকিবের জায়গায় বরিশাল সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে আরেক তারকা তামিম ইকবালকে।

চোটের কারণে গত সেপ্টেম্বর থেকে খেলার বাইরে থাকা তামিম বিপিএলের মঞ্চে কেমন করেন, তা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে। গতবারের দল থেকে বরিশাল ধরে রেখেছে আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও বিদেশিদের মধ্যে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে। আর ড্রাফট থেকে প্রথম ডাকেই বরিশাল নিয়েছে আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে।

বিপিএল সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন তামিম ইকবাল। এবার তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে

অভিজ্ঞতায় ঠাসা এ দলটায় খেলবেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলামের মতো চেনা মুখ। স্থানীয় খেলোয়াড়দের ভালো বিকল্পও আছে বরিশালে। তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান প্রীতম কুমার ফর্মে আছেন, একাদশে মুশফিকের বিকল্প হতে পারেন তিনি। বাঁহাতি স্পিনার রকিবুল ইসলাম গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৬.৪৭ রান দিয়ে। এবার বরিশাল তাইজুল ও রকিবুলের মধ্যে কাকে একাদশে খেলায়, সেটাও দেখার বিষয়।

বরিশাল এবার নিয়ে আসছে একঝাঁক বিদেশিও। ফখর জামান, শোয়েব মালিক, পল স্টার্লিংরা দলটির ব্যাটিং শক্তি বাড়াবেন। শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিত ভেল্লালাগেও আছেন বরিশালে। পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার আব্বাস আফ্রিদি দলটির মূল পেসার হয়ে উঠতে পারেন। বিপিএলের শেষের দিকে বরিশাল পাবে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারকে। চলমান এসএ২০ শেষ হলেই এই প্রোটিয়া বরিশালে যোগ দেবেন।

বরিশালে এবার বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড়। ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দেবেন মালিক-জামানরা। লিগ পর্বের শেষের দিকে তাই বিকল্প বিদেশি খেলোয়াড় আনতে হবে বরিশালকে। বরিশালের মালিক মিজানুর রহমান অবশ্য বললেন, ‘আশা করি, খেলোয়াড় পেয়ে যাব। আমরা এ নিয়ে ভাবছি না।’

পাকিস্তানি ফখর জামান যোগ দেওয়ায় ব্যাটিংয়ে শক্তি বাড়বে ফরচুন বরিশালের

তারকায় ঠাসা এ দলটির নেতৃত্ব কে দেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে অভিজ্ঞতায় ঠাসা বরিশালকে নিয়ে বেশ আশাবাদী মনে হলো দলটির সহকারী কোচ মিজানুর রহমানকে, ‘টি-টোয়েন্টি খেলার চেহারাটাই কিন্তু গত কয়েক বছরে বদলে গেছে। বেশির ভাগ দলেই দেখবেন অভিজ্ঞরা খেলছে টি-টোয়েন্টি, তরুণেরা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ দলটাই দেখুন। আমাদের দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা করি, তাঁরা তাঁদের সামর্থ্যের সবটা দিলে ভালো ফল আসবে।’

স্থানীয় খেলোয়াড়

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, মেহেদী হাসান রানা।

বিদেশি খেলোয়াড়

ডেভিড মিলার, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্ডিমাল, নুয়ার তুশারা।

অধিনায়ক

এখনো ঘোষণা হয়নি

কোচ

ডেভ হোয়াটমোর

গত বিপিএলে অবস্থান

চতুর্থ