ভারত অধিনায়ক রোহিত শর্মা
ভারত অধিনায়ক রোহিত শর্মা

রোহিতের প্রত্যাশা মেটাতে না পারলে কী হয়, বললেন শামি–আইয়ার

সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডস ২০২৩-২৪–এ সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রোহিত শর্মা। একই অনুষ্ঠানে সেরা ওয়ানডে বোলারের স্বীকৃতি পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার—কিছুদিন আগে ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়া রাহুল দ্রাবিড় এবং কিংবদন্তি সুনীল গাভাস্কারও ছিলেন সেখানে। এই অনুষ্ঠানে রোহিত সম্পর্কে একটা রহস্যজনক তথ্য দিয়েছেন শামি। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারও শামির কথাতে জুগিয়েছেন সমর্থন।

মাঠে খেলোয়াড়েরা সেরাটা না দিতে পারলে রোহিত প্রায়ই প্রতিক্রিয়া দেখান। মুখে কিছু না বলে নানা অঙ্গভঙ্গিতে প্রতিক্রিয়াটা দেখান ভারত অধিনায়ক। শামি জানিয়েছেন, মুখে কিছু না বললেও এসবের মানে ঠিকই ধরতে পারেন তাঁর সতীর্থ ক্রিকেটাররা।

সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকা ক্রিকেটারদের একাংশ

সেরা ওয়ানডে বোলারের পুরস্কার পাওয়া শামি রোহিত সম্পর্কে বলেছেন, ‘রোহিতের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সে আপনাকে স্বাধীনতা দেয়। তবে আপনি যদি তার প্রত্যাশা মেটাতে না পারেন, তার মধ্যে অল্পবিস্তর প্রতিক্রিয়া দেখা যায়। রোহিত আপনাকে তখন বলবে, তোমার এটা করা উচিত, ওটা করা উচিত ছিল। এরপরও যদি আপনি তার প্রত্যাশা মেটাতে না পারেন, রোহিতের প্রতিক্রিয়া তো স্ক্রিনে দেখাই যায়। রোহিত কোনো কথা না বললেও আমরা অনেকে এর অর্থ বুঝি।’

অনুষ্ঠানে শামি কথা বলার পর মাইক্রোফোন দেওয়া হয় আইয়ারের হাতে। আইয়ার বলেন, ‘শামি ভাই সঠিক কথা বলেছেন। আমরা শুধু আন্দাজ করে নিই, এই মুহূর্তে রোহিত ভাই কাকে বলছেন, কার সম্পর্কে বলছেন। আমরা রোহিত ভাইয়ের অনুভূতি বুঝতে পারি, একসঙ্গে অনেক বছর ধরে খেলেছি আমরা।’

এসব রহস্যজনক কথা শুনে মঞ্চে দাঁড়ানো রোহিত চুপ থাকেননি। তাঁর ভাষ্য, ‘আমি খেলোয়াড়দের বলি নিজেদের মতো হতে। এটা বলার আগে আমাকে আমার মতো হতে হবে। এটাই আমি।’

শামি অনেক দিন ধরেই মাঠের বাইরে। সর্বশেষ গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে তাঁর পায়ে সফল অস্ত্রোপচার হয়। এর পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময়ে তিনি আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট মিস করেছেন। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফিরতে পারেন শামি।