৩ উইকেট নেন প্রসিধ কৃঞ্চা
৩ উইকেট নেন প্রসিধ কৃঞ্চা

সিডনি টেস্ট

বুমরাকে ছাড়াই ৫ উইকেট ভারতের, অস্ট্রেলিয়া পিছিয়ে ৪ রানে

সিডনি টেস্টে কাল শেষ বেলায় ৩ ওভারে ১ উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের মধ্যেই ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ১৮৫ রান তোলা ভারত ৪ রানের লিড নিয়েছে।

সর্বশেষ ৭০ বছরের মধ্যে সিডনিতে দুই দলই প্রথম ইনিংসে দুই শর কমে অলআউট হলো দ্বিতীয়বারের মতো। আগেরটি ১৯৭৯-৮০ মৌসুমে ইংল্যান্ডের ১২৩ রানের পর অস্ট্রেলিয়ার ১৪৫।

আজ প্রথম সেশনে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান তোলে অস্ট্রেলিয়া। দিনের খেলার চতুর্থ ওভারে মারনাস লাবুশেনকে (২) উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে ফেরান অধিনায়ক যশপ্রীত বুমরা। মাঝে চার ওভার পরই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ সিরাজের করা (১২তম) সেই ওভারে চার বলের মধ্যে ওপেনার স্যাম কনস্টাস (২৩) ও ট্রাভিস হেডকে (৪) হারায় তারা। এখান থেকে পাল্টা লড়াইয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন অভিষিক্ত বো ওয়েবস্টার ও স্টিভেন স্মিথ। পঞ্চম উইকেটে ৯২ বলে ৫৭ রানের জুটি গড়েন দুজন।

ফিফটি তুলে নেন ওয়েবস্টার

মধ্যাহ্নভোজ বিরতির কিছুক্ষণ আগে টেস্টে ব্যক্তিগত ১০ হাজার রান থেকে মাত্র ৫ রান দূরে থাকতে প্রসিধ কৃঞ্চার বলে আউট হন স্মিথ। করেন ৩৩ রান। ওয়েবস্টার ততক্ষণে ক্রিজে দাঁড়িয়ে যান। অ্যালেক্স ক্যারির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪১ ও কামিন্সের সঙ্গে সপ্তম উইকেটে ২৫ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ার পথে ফিফটিও তুলে নেন ওয়েবস্টার। দুই দলের প্রথম ইনিংস মিলিয়ে এটা একমাত্র ফিফটি। তাসমানিয়ান ক্রিকেটারদের মধ্যে অভিষেকে ফিফটি করা দ্বিতীয় ব্যাটসম্যান ওয়েবস্টার (প্রথমজন রিকি পন্টিং)।

৪৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৭ উইকেটে ১৬৪, তখনো মনে হচ্ছিল লিড নিয়ে নেবে স্বাগতিকেরা। কিন্তু পরের দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে চেপে ধরে ভারত। ৪৭তম ওভারের প্রথম বলে মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন নীতীশ কুমার। ৪৮তম ওভারে প্রসিধের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৫ বলে ৫৭ রান করা ওয়েবস্টার।

বুমরা মাঠের বাইরে গেলেও তাঁকে ছাড়াই দারুণ বোলিং করেছে ভারত

ভারতের দারুণ বোলিং আরও বেশি প্রশংসা পাবে অন্য একটি কারণে। মধ্যাহ্নভোজ বিরতির পর মাত্র এক ওভার বোলিং করে মাঠ ছাড়েন বুমরা। চোটে পড়েছেন এই পেসার। মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে। দলের প্রধান বোলারকে ছাড়াই ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি ৫ উইকেট তুলে নিয়েছে ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন সিরাজ ও প্রসিধ। ২টি করে উইকেট নীতীশ ও বুমরার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮৫।

অস্ট্রেলিয়া: ৫১ ওভারে ১৮১ (ওয়েবস্টার ৫৭, স্মিথ ৩৩, কনস্টাস ২৩, ক্যারি ২১, কামিন্স ১০, বোল্যান্ড ৯, লায়ন ৭*, হেড ৪; সিরাজ ৩/৫১, প্রসিধ ৩/৪২, বুমরা ২/৩৩, নীতীশ ২/৩২)—দ্বিতীয় দিনের খেলা চলছে।