টেস্ট দলে ডাক পেয়েছেন জাকির হাসান
টেস্ট দলে ডাক পেয়েছেন জাকির হাসান

বাংলাদেশ-ভারত সিরিজ

টেস্ট দলে ডাক পেলেন জাকির, প্রথম ম্যাচেও নেই তামিম

তামিম ইকবালকে ছাড়াই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন এ সংস্করণে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক। টেস্ট সিরিজ নিয়েও শঙ্কা ছিল আগে থেকেই। প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমানও।

১৭ জনের দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেন ১৭৩ রানের ইনিংস। তাঁর লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে মোহাম্মদ মিঠুনের 'এ' দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে এ ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন নেই। জাকিরের সঙ্গে দলে অভিষেকের অপেক্ষায় থাকা আরেকজনই আছেন—পেসার রেজাউর রহমান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন তিনি, যদিও খেলার সুযোগ পাননি।

টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন মুমিনুল

দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৪ রান করার পর দ্বিতীয় টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এরপর থেকে এখন পর্যন্ত ঘরোয়া বা ‘এ’ দলের হয়েও তেমন বড় স্কোরের দেখা পাননি টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। মুমিনুলের মতো মোস্তাফিজও ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু প্রথম টেস্ট খেলেছিলেন। অবশ্য মুমিনুল জায়গা ধরে রাখলেও বাদ পড়েছেন সে সফরে কোনো ম্যাচেই না খেলা মোসাদ্দেক হোসেন।

চোটের কারণে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে যাওয়া ব্যাটসম্যান ইয়াসির আলী এবার ফিরেছেন। চোটের কারণে সেবার টেস্ট দলে না থাকা তাসকিন আহমেদকেও রাখা হয়েছে। যদিও চোটের কারণেই ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলানো হয়নি তাঁকে। তাসকিন ও রেজাউর ছাড়াও পেসার হিসেবে আছেন ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে হজ পালনের জন্য ছুটিতে থাকা মুশফিকুর রহিমও এবার টেস্ট দলে ফিরেছেন।

ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়েছে দলে

দলে সাকিব ছাড়া স্বীকৃত স্পিনার দুজন—তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ও খালেদ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেই চলে এসেছেন।

আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে একই ভেন্যুতে আগামী ১০ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে ভারত।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:

মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক।